সেকী!! শাহরুখের প্রিসমাটা এখনও দেখেননি?

সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং প্রিসমা। ইতিমধ্যেই ৪০ লাখ বার ডাউনলোড হয়ে গেছে এই ফোটো এডিটিং অ্যাপটি। সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি বলিউডের বেতাজ বাদশা। কেমন হল শাহরুখের এই প্রিসমা ছবি?

Updated By: Aug 6, 2016, 12:59 PM IST
সেকী!! শাহরুখের প্রিসমাটা এখনও দেখেননি?

ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং প্রিসমা। ইতিমধ্যেই ৪০ লাখ বার ডাউনলোড হয়ে গেছে এই ফোটো এডিটিং অ্যাপটি। সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি বলিউডের বেতাজ বাদশা। কেমন হল শাহরুখের এই প্রিসমা ছবি?

কিন্তু না.. ছবিটা দেখে মনটা খুঁতখুঁতে হয়ে তাঁর। ছবিটা ঠিক সেরকম হল না। যেরকম তিনি ভেবেছিলেন। নিজের প্রিসমা ছবি ফেসবুকে শেয়ার করে ঠিক এমনটাই জানিয়েছেন শাহরুখ। যদিও, সঙ্গে এটাও বলেছেন, প্রথমবার সবকিছুই ভালো।

শাহরুখকে এরপর গৌরী শিন্ডের 'ডিয়ার জিন্দেগি' ছবিতে দেখা যাবে। ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আলি জাফর, আদিত্য রায় কাপুর, কুণাল কাপুর, আলিয়া ভাট।

.