স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা শাহিদ, প্রিয়াঙ্কা, হাত খালি হৃতিকের

Updated By: Jan 15, 2015, 08:03 PM IST
স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা শাহিদ, প্রিয়াঙ্কা, হাত খালি হৃতিকের

স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে রাজ করল টিম হায়দর। সেরা অভিনেতা থেকে শুরু করে সেরা সহ অভিনেত্রী, সেরা জুটি সবই গেল হায়দরের ঝুলিতে। সেই তুলনায় ২১তম স্ক্রিন অ্যাওয়ার্জসের মঞ্চে পিকে পকেট কিছুটা খালি রইল। তবে কম বাজেটের ছবির মধ্যে অনেকটাই লাইমলাইট ছিনিয়ে নিয়েছে ফিল্মিস্তান ও হিরোপন্তি।

সেরা অভিনেতা শাহিদ কপূর, সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সেরা ছবি কুইন। শাহরুখ খানের সঞ্চালনা ও টাইগার শ্রফ, বরণ ধাওয়ানের মতো ইয়ং ব্রিগেডের পারফরম্যান্সে স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চ ছিল গ্লামারে ভরপুর। আগামী ছবি ডলি কি ডোলির প্রচারের জন্য সোনম কপূর আসেন পালক্ চড়ে। গত ১৪ জানুয়ারি ২০১৫ অনুষ্ঠিত হল ২১তম স্ক্রিন অ্যাওয়ার্ডস।

বিজয়ীদের তালিকা এক নজরে-

সেরা অভিনেতা-শাহিদ কপূর(হায়দর)
সেরা অভিনেত্রী-প্রিয়াঙ্কা চোপড়া(মেরি কম)
সেরা ছবি-কুইন
সেরা জনপ্রিয় অভিনেতা-শাহরুখ খান(হ্যাপি নিউ ইয়ার)
সেরা জনপ্রিয় অভিনেত্রী-দীপিকা পাডুকোন(হ্যাপি নিউ ইয়ার)
লাইফ ওকে হিরো(পুরুষ)-শাহিদ কপূর
লাইফ ওকে হিরো(মহিলা)-আলিয়া ভট
সেরা পরিচালক-বিকাশ বহেল(কুইন)
সেরা জুটি-শাহিদ কপূর ও টাবু(হায়দর)
সেরা সহ অভিনেত্রী-টাবু(হায়দর) ও সীমা পাহওয়া(আখোঁ দেখি)
সেরা সহ অভিনেতা-ইনাম উল হক(ফিল্মিস্তান)
সেরা নবাগত-টাইগার শ্রফ(হিরোপন্তি)
সেরা নবাগতা-পত্রলেখা(সিটিলাইটস)
সেরা কৌতূক অভিনেতা-শারিব হাসমি(ফিল্মিস্তান)
সেরা শিশু অভিনেতা-পার্থ ভালেরো(ভূতনাথ রিটার্নস)
সেরা গায়ক-অরিজিত্‍ সিং(মুস্কুরানে কি ওজায়াহ, সিটিলাইটস)
সেরা গায়িকা-জ্যোতি ও সুলতানা নুরান(পটাকা গুড্ডি, হাইওয়ে)
সেরা মিউজিক-মিঠুন ও অঙ্কিত তিওয়ারি(এক ভিলেন)
সেরা এডিটিং-সঞ্জীব দত্ত(মর্দানি)
সেরা কোরিওগ্রাফি-আহমেদ খান(জুম্মে কি রাত, কিক)
সেরা সংলাপ-রাজকুমার হিরানি, অভিজিত্‍ জোশি(পিকে)
সেরা অ্যাকশন-হিরোপন্তি
সেরা নতুন পরিচালক-নীতিন কক্কর(ফিল্মিস্তান)
সেরা গল্পো-রজত কপূর(আখোঁ দেখি)
সেরা সিনেমোটোগ্রাফি-ববি সিং(কুইন)
সেরা স্ক্রিনপ্লে-সন্দীপ এ ভার্মা(মঞ্জুনাথ)
সেরা কস্টিউম ডিজাইন-পিকে
সেরা সাউন্ড ডিজাইন-অনিল খোবরাগাড়ে, প্রবাল প্রধান(মর্দানি)
সেরা ফিল্ম মার্কেটিং-টু স্টেটস

 

 

 

 

.