ফুটপাত থেকে কেনাকাটা করছেন সারা আলি খান!

ফুটপাতে সুন্দর সুন্দর জুয়েলারি, জামাকাপড় দেখলে কার না কেনাকাটা করতে ভালো লাগে না!  শপিং মল কিংবা বড় দোকানে যতই কেনাকাটা করি না কেন, ফুটপাতে সস্তায় কেনাকাটার মজাই যেন আলাদা। সে গড়িয়াহাটের ফুটপাতই হোক কিংবা দিল্লি, মুম্বই, হায়দরাবাদ। 

Updated By: Jun 12, 2018, 01:57 PM IST
ফুটপাত থেকে কেনাকাটা করছেন সারা আলি খান!

নিজস্ব প্রতিবেদন: ফুটপাতে সুন্দর সুন্দর জুয়েলারি, জামাকাপড় দেখলে কার না কেনাকাটা করতে ভালো লাগে না!  শপিং মল কিংবা বড় দোকানে যতই কেনাকাটা করি না কেন, ফুটপাতে সস্তায় কেনাকাটার মজাই যেন আলাদা। সে গড়িয়াহাটের ফুটপাতই হোক কিংবা দিল্লি, মুম্বই, হায়দরাবাদ। আর এই ফুটপাতে কেনাকাটার মজায় শুধু সাধারণ মানুষ কেন, সেলিব্রিটিরাও কখনও -সখনও বুঁদ হয়ে যান।  এই যেমনটা হল সইফ-অমৃতা কন্যা সারা আলি খানের ক্ষেত্রে। 

প্রথম ছবি 'কেদারনাথ'-এর শ্যুটিং এখনও আটকে থাকায় সারা ব্যস্ত রয়েছে রোহিত শেট্টির 'সিম্বা'র শ্যুটিংয়ে।  'সিম্বা'তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে সারাকে।  তাই আপাতত 'সিম্বা'র শ্যুটিংয়ে ব্যস্ত সইফ-অমৃতা কন্যা সারা রয়েছেন হায়দরাবাদে। রামোজি ফিল্ম  সিটিতে চলছে ফিল্মের শ্যুটিং। তবে সেই শ্যুটিংয়ে ফাঁকে হায়দরাবাদের ফুটপাত থেকে কেনাকাটা করতে দেখা গেল সারাকে, সঙ্গে ছিলেন মা অমৃতা সিংও।

হায়দরাবাদ, মুম্বইয়ের ছবিটা খানিকটা আলাদা।  মুম্বইতে সারা যেমন বাড়ি কিংবা গাড়ির বাইরে পা রাখলেই পাপারাজ্জি তাঁকে ঘিরে ধরে। হায়দরাবাদে অবশ্য তেমনটা হল না। সেখানে অনেকটাই স্বস্তিতেই কেনাকাটা করতে দেখা গেল সারা আলি খানকে। চারমিনার সংলগ্ন জনপ্রিয় লাদ বাজার বেশ খোশ মেজাজে কেনাকাটা করতে দেখা গেল তাঁদের। খুব সম্ভবত, জুয়েলারি কিনছিলেন তাঁরা। পায়ে হেঁটেই ঘুরে বেড়ালেন লাদ বাজার এলাকায়।  এসবের মাঝেই কোনও এক ব্যক্তির ক্যমেরার ক্লিকে ধরা পড়েন সারা। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি।

আরও পড়ুন-দিদি জাহ্নবীকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন খুশি

 

.