Salman Khan's Body Double : ফের জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত, এবার মৃত্যু সলমনের 'বডি ডাবল'-এর

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সলমন খানের 'বডি ডাবল' সাগর পাণ্ডে। জানা যাচ্ছে, শুক্রবার মুম্বইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হন সাগর। তৎক্ষণাৎ তাঁকে মুম্বইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সাগর পাণ্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাহরুখ খানের 'বডি ডাবল' প্রশান্ত ওয়াল্ডে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 30, 2022, 09:19 PM IST
Salman Khan's Body Double : ফের জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত, এবার মৃত্যু সলমনের 'বডি ডাবল'-এর

Salman Khan's body double, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সলমন খানের 'বডি ডাবল' সাগর পাণ্ডে। জানা যাচ্ছে, শুক্রবার মুম্বইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হন সাগর। তৎক্ষণাৎ তাঁকে মুম্বইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সাগর পাণ্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাহরুখ খানের 'বডি ডাবল' প্রশান্ত ওয়াল্ডে। 

সাগর পাণ্ডের মৃত্যুর খবর নিশ্চিত করে শাহরুখের 'বডি ডাবল' প্রশান্ত ওয়াল্ডে জানান, 'আমি খবরটা শুনে চমকে উঠেছিলাম। ও একেবারেই ফিট ছিল। ওর মারা যাওয়ার মতো একেবারেই বয়স হয়নি। খুব সম্ভবত সাগর পাণ্ডের বয়স ৪৫-৫০ বছরের মধ্যে।' সলমন খানের 'টিউবলাইট', 'বজরঙ্গি ভাইজান', 'প্রেম রতন ধন পায়ো', 'দাবাং' সিরিজের একাধিক ছবিতে সলমন খানের 'বডি ডাবল' হিসাবে কাজ করেছেন সাগর পাণ্ডে। তবে প্রথমবার 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে প্রথমবার 'বডি ডাবল' হিসবে দেখা যায় সাগর পাণ্ডেকে। 

আরও পড়ুন-মুক্তির দিনই ব্যবসা ছাড়াল ৫০ কোটি, নতুন রেকর্ড গড়তে চলেছে পোন্নিয়িন সেলভান-১!

২০২০-র এপ্রিল মাসে দেওয়া এক সাক্ষাৎকারে সলমনের 'বডি ডাবল' সাগর পাণ্ডে জানিয়েছিলেন, লকডাউনের কারণে আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে দিন কাটছে তাঁর। বহু ছবির শ্যুটিং শুরু হয়ে বন্ধ হয়ে গিয়েছে। যদিও তাঁর কথায়, ছবির কাজের থেকে স্টেজ শো করেই তিনি সবথেকে বেশি রোজগার করেন। শুধু তাই নয় সাগর জানিয়েছিলেন তিনিও সলমনের মতোই অবিবাহিত। তাঁরা ৫ ভাই, যদিও সব ভাইয়ের মধ্যে তিনিই সবথেকে বেশি টাকা রোজগার করেন। তাই ভাইদের খরচও তাঁকেই চালাতে হয়। জানিয়েছিলেন তাঁর আসল বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। অভিনেতা হতেই মুম্বইয়ে এসেছিলেন তিনি। তবে অভিনেতা হিসাবে সফল না হওয়ার কারণেই 'বডি ডাবল' হিসাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রায় ৫০টি ছবিতে সলমনের 'বডি ডাবল' অর্থৎ নকল সলমন সেজে কাজ করেছেন তিনি। প্রসঙ্গত কিছুদিন আগেই জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, তারও আগে জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বিগ বস বিজেতা সিদ্ধার্থ শুক্লা। জিম করতে গিয়ে একের পর এক ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তায় ফেলছে বহু ফিটনেস ফ্রিককেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.