দাঙ্গার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন সলমন খান

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দাঙ্গার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন সলমন খান। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে বেআইনী ভাবে কৃষ্ণসার শিকারের মামলা জারি থাকবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে।

Updated By: Jan 24, 2013, 05:58 PM IST

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দাঙ্গার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন সলমন খান। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে বেআইনী ভাবে কৃষ্ণসার শিকারের মামলা জারি থাকবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে।
এদিন শীর্ষ আদালতের বিচারক পি সদাশিবমের ডিভিশন বেঞ্চ সলমন খান ও আরও চার জনের বিরুদ্ধে রাজস্থান সরকারের আনা দাঙ্গার অভিযোগ খারিজ করে দিয়েছে। এর আগে একই রায় দিয়েছিল রাজস্থান হাই কোর্ট। কিন্তু রাজ্য আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় রাজস্থান সরকার। বৃহস্পতিবার শীর্ষ আদালতেও সেই আবেদন খারিজ হয়ে গেল।
১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় সলমন খান, সইফ আলি খান, নীলম, টাবু ও সোনালি বেন্দ্রের বিরুদ্ধে যোধপুরের কঙ্কনি গ্রামে বেআইনী ভাবে কৃষ্ণসার হরিণ শিকার ও দাঙ্গার অভিযোগ দায়ের করেছিল রাজস্থান সরকার।

.