Salman Khan: ভাইরাল! সলমনকে দেখে সিটি, প্রথম দিনেই বাঁধ ভাঙল ফ্যানদের উচ্ছ্বাস...

Kisi ka bhai Kisi Ki Jaan: হলের সামনে ভীড়। ভাইজানের গলায় মালা। চিরপরিচিত দৃশ্য আবার দেখা গেল দেশ জুড়ে। শুক্রবার মুক্তি পেল সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান। ভাইজানের বড় পর্দায় এন্ট্রি দেখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ফ্যানদের।

Updated By: Apr 21, 2023, 04:26 PM IST
Salman Khan: ভাইরাল! সলমনকে দেখে সিটি, প্রথম দিনেই বাঁধ ভাঙল ফ্যানদের উচ্ছ্বাস...

শতরূপা কর্মকার: সলমন খানের সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে একদিন অফিস কামাই দেওয়াই যায়। আজকাল অনলাইনে টিকিট কাটা গেলেও সকাল সকাল হলের সামনে ভীড় জমিয়ে ভাইজানের গলায় মালা দিয়ে তবেই না হলে ঢোকা! চিরপরিচিত সেই সব দৃশ্যই আবার দেখা গেল দেশ জুড়ে। ঈদের ঠিক আগের দিন। জুম্মাবার আর সলমনের সিনেমা আসলেই একে অপরের পরিপূরক। পাঠান আসার পর থেকেই অপেক্ষায় ছিল সলমন ভক্তরা।  অবশেষে অপেক্ষার অবসান হল। শুক্রবার মুক্তি পেল সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান। বড় পর্দায় ভাইজানকে দেখার জন্য সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছিল হলগুলির সামনে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য সকাল থেকেই লাইন দিতে দেখা গিয়েছিল কোনও কোনও জায়গায়। তবে সলমনকে পর্দায় দেখা যেতেই ভক্তদের উচ্ছ্বাস বাঁধ ভাঙল। এর পর থেকেই সলমনের এন্ট্রির ওই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফ্যানদের রিঅ্যাকশনে উপছে পড়ছে ট্যুইটার। বলাই বাহুল্য এতদিন পরে ভাইজানের বড় পর্দায় এন্ট্রি দেখে আনন্দিত তাঁর ভক্তকুল।

বরাবরের মতোই ভাইজানের এন্ট্রি দেখে তাঁর ফ্যানদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, চিৎকার, হাততালি, সিটি বাজানো ও নাচের উন্মাদনায় ভরে উঠেছিল হলগুলি। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সলমন ফ্যানদের সেই উন্মাদনায় ভরা ভিডিয়োগুলি দেখুন...

আরও পড়ুন: Disha Patani in Varanasi: ‘এই গরমে শাল!’ বেনারসে দিশার গঙ্গা আরতি, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল'...

 

আরও পড়ুন: Jeetu Kamal| Ritabhari Chakraborty: ঋতাভরীর ‘আপনজন’ জীতু, প্রকাশ্যে নয়া জুটির ছবি...

প্রথম দিনের এই উচ্ছ্বাস দেখেই নির্মাতারা ভালো ব্যবসা করার অনুমান করছে। প্রথম দিনেই হাউসফুল ছিল বেশ কিছু সিনেমা হল। যদিও ট্যুইটারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে এবার ঈদের ছুটি জমজমাট তা নিয়ে সন্দেহ নেই। সলমন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছে শেহনাজ গিল, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়াড়ী, জ্যাকি শ্রফ ও অন্যান্যরা। যদিও শেহনাজের ফ্যানদের এদিন হলের বাইরে বেশ উচ্ছ্বসিত দেখা গিয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.