কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে চিন সীমান্তে সাইকেল চালালেন সলমন
সেরাজ্য পর্যটন শিল্পের প্রচারেই সেখানে হাজির হয়েছিলেন সলমন...
নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের রাস্তায় সলমন সাইকেল চালাচ্ছেন, এ দৃশ্য নতুন নয়। তবে এবার সলমনকে সাইকেল চালাতে দেখা গেল অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী মেচুকা অঞ্চলে। সলমনের সঙ্গী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খানডু। অরুণাচল প্রদেশের মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের সূচনা করেন সলমন। সেরাজ্য পর্যটন শিল্পের প্রচারেই সেখানে হাজির হয়েছিলেন সলমন।
গত বৃহস্পতিবার চ্যাটার্ড বিমানে অরুণাচলপ্রদেশের পৌঁছন সলমন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এমটিবি অরুণাচল হর্নবিল ফ্লাইট ২০১৮র সমাপ্তি অনুষ্ঠান ও মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের সূচনা করেন সলমন। এই বিশেষ অ্যাডভেঞ্চারাস অনুষ্ঠানের জন্য ২২ লক্ষ টাকা দানও করেন সলমন।
আরও পড়ুন-দীপিকা যেন 'ফ্রিদা কাহলো', মন্তব্য মুগ্ধ রণবীরের
To promote a State as tourism destination it takes huge amount of investments & efforts because it transforms the economy & lives of the people. @BeingSalmanKhan not only promoted Arunachal Pradesh for free of costs but donated funds. I'm beholden to him for honouring my request pic.twitter.com/k9dafuX4RU
— Kiren Rijiju (@KirenRijiju) November 23, 2018
অরুণাচল প্রদেশে গিয়ে সলমন সকলের সামনে কথা দেন যে তিনি তাঁর আগামী ছবির শ্যুটিং অরুণাচল প্রদেশে করবেন। প্রসঙ্গত, মেচুকা অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে ৫০০ কিলোমিটার ও ভারত চীন সীমান্ত থেকে মাত্র ২৯ কিলেমিটার দূরে অবস্থিত।
আরও পড়ুন-দীপিকাই 'বিশ্বের অন্যতম সুন্দর মহিলা', দাবি 'মস্তানি'র প্রেমে পাগল রণবীরের