টিকিটের দাম বাড়া নিয়ে অসন্তুষ্ট সল্লু
সল্লু ভাইয়ের পরবর্তী ছবি `এক থা টাইগার` এর টিকিটের দাম বেড়ে যাওয়ায় বেজায় চটেছেন তিনি। মাল্টিপ্লেক্সের দর্শকদের বেশ কিছুটা বেশি খরচ করতে হবে। তবে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই সিনেমার টিকিটের দাম কমে যাবে বলেও আশাবাদী তিনি।
সল্লু ভাইয়ের পরবর্তী ছবি `এক থা টাইগার` এর টিকিটের দাম বেড়ে যাওয়ায় বেজায় চটেছেন তিনি। মাল্টিপ্লেক্সের দর্শকদের বেশ কিছুটা বেশি খরচ করতে হবে। তবে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই সিনেমার টিকিটের দাম কমে যাবে বলেও আশাবাদী তিনি।
সলমন স্পষ্টই জানান যে এই দাম বৃদ্ধিতে মোটেই সন্তুষ্ট নন তিনি। সাংবাদিকদের তিনি বলেন সিনেমার বিপুল প্রচার হয়েছে। স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পাচ্ছে `এক থা টাইগার`। সেই কারণেই এই দাম বৃদ্ধি। ছবিটি এক বছর আগে তৈরি হলেও, মুক্তি পেতে সময় লেগেছে।
অন্যদিকে, মাল্টিপ্লেক্স কর্তারা এই সিদ্ধান্তে খুবই উৎসাহিত। তাঁদের বক্তব্য `সল্লু-ক্যাট`-এর এই ছবি নিয়ে দর্শকরা রীতিমত মেতে আছেন, আর সেই সুযোগেই তাঁরা ১২% থেকে প্রায় ১৬% পর্যন্ত ব্যবসা করতে প্রস্তুতি নিচ্ছেন।
তবে আশাবাদী সলমন জানান ছবির টিকিটের এই দাম মাত্র প্রথম তিনদিনের জন্য। তারপর নিজে থেকেই দাম কমে যাবে বলে দাবী তাঁর।