লকডাউনে যেন কেউ অভুক্ত না থাকেন, নিরাপত্তারক্ষীদের খাবারের দায়িত্ব নিলেন সলমন

সলমনের বাড়িতেই হচ্ছে রান্না

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 30, 2020, 04:10 PM IST
লকডাউনে যেন কেউ অভুক্ত না থাকেন, নিরাপত্তারক্ষীদের খাবারের দায়িত্ব নিলেন সলমন

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাস রুখতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরোন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই গোটা ভারতবর্ষ জুড়ে দেখা যায় এক অন্যরকম ছবি। লকডাউনর জেরে ঘরেই বন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব প্রত্যেকে। ফলে জরুরি জিনিস ছাড়া দোকান, বাজার যেমন বন্ধ তেমনি কাজ বন্ধ ফিল্ম ইন্ডাস্ট্রিরও।

আরও পডুন:  যে মানুষগুলোর কাছে এখন কিছু নেই,তাঁদের দিক থেকে মুখ ঘোরাই কীভাবে! আবেগতাড়িত অক্ষয়

লকডাউনের জেরে দৈনিক পারিশ্রমিক পাওয়া শ্রমিকদের জন্য এগিয়ে এসেছেন সলমন খান। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির এমন ২৫ হাজার শ্রমিক পরিবারের দায়িত্ব নিয়েছেন সলমন খান। লকডাউন যতদিন চলবে, ততদিন পর্যন্ত এই ২৫ হাজার শ্রমিকের পরিবারের অন্ন সংস্থান করবেন বলিউড ভাইজান। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা বিয়িং হিউম্যানই ওই কাজ করবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় কী করছেন শাহরুখ! কটাক্ষের মুখে কী জানালেন 'বাদশা'

২৫ হাজার শ্রমিক পরিবারের দৈনিক রুজি রুটির দায়িত্ব নেওয়ার পাশপাশি সলমন খান-রা যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন, বান্দ্রার সেই অ্যাপার্টমেন্টের কর্মীসহ নিরাপত্তারক্ষীদেরও খাবারের ব্যবস্থা করছে খান বাড়ি।

সলমন খানের বাবা সেলিম খান জানান, গোটা অ্যাপার্টমেন্টের যত কর্মী রয়েছেন, তাঁদের সঙ্গে সলমন খানের নিরাপত্তা রক্ষীদেরও দায়িত্ব নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা যাঁরা আপনার কাজ করেন, এই সঙ্কটের সময় তাঁদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন সেলিম খান।

.