TV Actress Pallavi Dey Death: বিবাহিত পুরুষের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়ালেন পল্লবী, বিস্ফোরক সাগ্নিকের প্রাক্তন স্ত্রী

জি ২৪ ঘণ্টাকে সাগ্নিকের প্রাক্তন স্ত্রী সুকন্যা মান্না জানান যে,'আমার বিগত দু তিন বছর ওদের সঙ্গে যোগাযোগ নেই। পল্লবী আমার বন্ধু ছিল, সাগ্নিক ওকে চিনতই না। আমার মাধ্যমেই ওদের পরিচয় হয়। আমার পিছনে ও সাগ্নিকের সঙ্গে মেলামেশা করত আর আমার কাছে তা অস্বীকার করত।'

Updated By: May 17, 2022, 02:12 PM IST
TV Actress Pallavi Dey Death: বিবাহিত পুরুষের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়ালেন পল্লবী, বিস্ফোরক সাগ্নিকের প্রাক্তন স্ত্রী

পিয়ালি মিত্র: ক্রমশই ঘনীভূত হচ্ছে অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু রহস্য। সোমবার আইনজীবীকে সঙ্গে নিয়ে পুলিসের কাছে সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পল্লবীর বাবা-মা। এদিনই পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে দফায় দফায় জেরা করে গড়ফা থানার পুলিস। তার বিরুদ্ধে খুন-প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এদিনই পল্লবীর বাবা দাবি করেন যে, সাগ্নিক আগেই বিবাহিত ছিল, পল্লবীর থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সাগ্নিক। এবার পল্লবী ও সাগ্নিককে নিয়ে মুখ খুললেন সাগ্নিকের প্রাক্তন স্ত্রী সুকন্যা মান্না। 

সোমবার পল্লবীর বাবা বলেছিলেন যে তাঁর মেয়ে জানত না যে সাগ্নিক বিবাহিত। কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সাগ্নিকের স্ত্রী সুকন্যা। জি ২৪ ঘণ্টাকে সাগ্নিকের প্রাক্তন স্ত্রী সুকন্যা মান্না জানান যে,'আমার বিগত দু তিন বছর ওদের সঙ্গে যোগাযোগ নেই। পল্লবী আমার বন্ধু ছিল, সাগ্নিক ওকে চিনতই না। আমার মাধ্যমেই ওদের পরিচয় হয়। আমার পিছনে ও সাগ্নিকের সঙ্গে মেলামেশা করত আর আমার কাছে তা অস্বীকার করত। আমি খুবই সাদামাটা মেয়ে, ঝমেলা পছন্দ নয়। যখনই ওদের মেলামেশার কথা জানতে পারি, তখনই ঐ সম্পর্ক থেকে বেরিয়ে আসি। সাগ্নিক ভালো চাকরি করে, ওর বাড়ির অবস্থা ভালো, প্রচুর পয়সাওয়ালা ওর বাবা। সেই দেখেই পল্লবী ওর দিকে ঝুকেছিল। ও সব জেনেই সাগ্নিকের সঙ্গে মেলামেশা শুরু করে। আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। তারপর আমি বুঝলাম যে, ওরা দুজনেই রাজি, তাই আমি সরে এলাম।' 

সুকন্যা আরও জানায় যে, 'আমি যখন চিনতাম তখনও পল্লবী জনপ্রিয় ছিল না।  সাগ্নিককে আমি ৭ বছর চিনি, ও কাউকে খুন করতে পারে না। হয়তো এখন আমার সঙ্গে ওর যোগাযোগ নেই। কিন্তু আমি সাগ্নিককে ছোট থেকে চিনি। পল্লবী যে খুব ভালো মেয়ে এমনটা নয়। কারোর সঙ্গে রেজিস্ট্রি হয়েছে জেনেও যে মেয়ে রিলেশনে আসতে পারে ও তার বাড়ির লোক সেকথা মেনে নেয়, তাকে ভালো বলা যায় না। ওর পরিবার সব জানত। ওর মাকে ফোন করে বলেছিলাম আমার আর সাগ্নিকের কথা। উনি বলেছিলেন, মেয়ে যা করবে সেটায় আমি কিছু বলতে পারবে না। ওর বাড়ি থেকে সম্মতি ছিল কারণ ছেলেটা অবস্থাপন্ন ঘরের।'

সুকন্যার বক্তব্য,'সাগ্নিকের আগেও গাড়ি ছিল, অডি নয় অন্য গাড়ি। সে গাড়ি ওর বাবার টাকায় কেনা। পল্লবী ওকে টাকা দিয়েছে শুনলাম তবে আমি জানি পল্লবীর সংসার চালাত সাগ্নিক। আমি দেখলাম পল্লবীর বাবা দাবি করেছে, ও নাকি ৫৭ লক্ষ টাকা দিয়েছে। পল্লবীর বাবার স্টেশনের পাশে ঝালমুড়ির দোকান,ওর মা-ভাই কিছু করে না, ওর অতিমারিতে দুবছর কাজ ছিল না, কোথা থেকে দিল ৫৭ লক্ষ টাকা? সাগ্নিকের পয়সাতেই চলত পল্লবীর পরিবার। মানছি হয়তো কোনও সমস্যা ছিল দুজনের কিন্তু আর্থিক সমস্যা নয়।' 

আরও পড়ুন: TV Actress Pallavi Dey Death: সাগ্নিকের সঙ্গে 'ঘনিষ্ঠতা'! পল্লবীর সঙ্গে 'সম্পর্ক' নিয়ে মুখ খুললেন 'বিশেষ' বান্ধবী ঐন্দ্রিলা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.