সড়ক টু-এর পোস্টার সামনে আসতেই মহেশ ভাটকে বয়কটের ডাক নেটিজেনদের একাংশের
জোর শোরগোল শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদন : সড়ক টু-এর পোস্টার সামনে এসেছে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করেছেন পরিচালক মহেশ ভাট। তবে সড়ক টু-এর পোস্টার সামনে আসার পর থেকেই মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন : সুশান্তের অ্যাকাউন্ট থেকে ডিলিট করা হয় ট্য়ুইট? ট্যুইটার ইন্ডিয়াকে চিঠি পাঠাল পুলিস
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন নেট জনতার একাংশ। মহেশের বিরুদ্ধে সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়ে তাঁর বন্ধু তথা সহযোগী সুরিতা দাসের পোস্টের পর থেকে। সুশান্তের মৃত্যুর পর সুরিতা দাস নিজের সোশ্যাল হ্যান্ডেলে দাবি করেন, সুশান্ত সিং রাজপুতের জন্য রিয়া যা করেছেন, তা অকল্পনীয়। সুশান্তকে দেখেই ভাট সাহেবের পারভিন ববির কথা মনে পড়ে যায়। ওই সময়ই রিয়াকে সাবধান করেন মহেশ ভাট। শুধু তাই নয়, সুশান্তকে নিয়ে কোনও সমস্যায় পড়লেই রিয়া মহেশ ভাটের কাছে ছুটে যেতেন বলেও মন্তব্য করেন সুরিতা দাস।
আরও পড়ুন : কেউ তাঁকে শেষ করে দিতে চাইছেন, মৃত্যুর আগে বন্ধুদের প্রায়ই বলতেন সুশান্ত!
Since the beginning of time, humanity has found shelter, and comfort in Kailash.
Kailash is a place where all search ends.
The sequel to Sadak will take you on the ultimate pilgrimage.The road to Kailash is the road to love.
Sadak 2 is the road to love pic.twitter.com/zzuPZSpJAA— Mahesh Bhatt (@MaheshNBhatt) June 29, 2020
সুরিতার ওই পোস্ট প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের স্টেটাস মুছে ফেলেন সুরিতা দাস। এদিকে সুশান্তের মৃত্যুর পর মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা নিয়ে কিছু জানা যায়নি।
You are the murder of sushant singh rajput .#cbiforsushant #AmitShahDoJusticeForSSR .The voice of sushant maybe is not reaching to us because you close his mouth but don't get so happy..Now we are the voice of sushant singh rajput. pic.twitter.com/M2eqiO2SYt
— Mohd Atiqur Rahman Howladar (@HowladarMohd) June 29, 2020
No body going to watch your movie you destroyed Aditya’s future because we love him since ashiqui 2@aliaa08 @duttsanjay @MaheshNBhatt
— JusticForSushi (@lakhu_bajwa) June 29, 2020
Dada @MaheshNBhatt you should go on a pilgrimage. Paap bahot badh gaya hai na....
You know what I/we mean.#JusticforSushantSinghRajput— #justiceforsushantsinghrajput (@surajkthakre07) June 29, 2020
তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে করণ জোহর, সলমন খান, যশরাজের পাশাপাশি ভাট ক্যাম্পের বিরুদ্ধেও নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। আর এবার সেই ছাপ পড়ল মহেশের পরবর্তী ছবি সড়ক টু-এর উপর। যে ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত বলে হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ শুরু করেছেন নেট জনতার একাংশ। পাশাপাশি মহেশ ভাটকে বয়কটের ডাক দিয়ে তীব্র আক্রমণ করা হচ্ছে বলিউডের এই জনপ্রিয় চলচ্চিত্র পরিচালককে।