ভারতীয় ছবি করতে চান ক্রো
দীর্ঘ ২৬ বছর ধরে হলিউড মাতানোর পর অবার ভারতীয় ছবি করতে চান অভিনেতা রাসেল ক্রো। দু`বছর আগে নাকি পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর এই বিষয় কথাবার্তাও হয়েছিল। সেই ছবির কাজ না এগোলেও ভারতীয় ছবিতে অভিনয় করার আশা ছাড়েননি রাসেল।
দীর্ঘ ২৬ বছর ধরে হলিউড মাতানোর পর অবার ভারতীয় ছবি করতে চান অভিনেতা রাসেল ক্রো। দু`বছর আগে নাকি পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর এই বিষয় কথাবার্তাও হয়েছিল। সেই ছবির কাজ না এগোলেও ভারতীয় ছবিতে অভিনয় করার আশা ছাড়েননি রাসেল।
"আমি ভীষণভাবে একটা ভারতীয় ছবিতে অভিনয় করতে চাই। দু`বছর আগে সুদীপ্ত সেন নামে একজন ভারতীয় পরিচালকের সঙ্গে আমার দেখা করার কথা ছিল। তাঁর ছবি ইন সার্চ অফ ইমমর্টালিটির বিষয়ে আলোচনা প্রসঙ্গে। কিন্তু সেই ছবির কাজ শুরুই হয়নি। তবে আমি এখনও সুদীপ্তর কাছ থেকে ছবির ব্যাপারে পজিটিভ কিছু শোনার আশায় রয়েছি"। ইমেলে একটি সাক্ষাত্কারে জানিয়েছেন ক্রো।
ভারতীয় ছবির উন্নতি প্রসঙ্গে রাসেল বলেন, "আমি শুনেছি ভারতে সত্যিই উন্নত মানের ছবি তৈরি হচ্ছে। হলিউডের প্রচুর পরিচালক এখন ছবি তৈরি করতে প্রাচ্যে আসছেন। এখানকার অভিনেতাদের সঙ্গে কাজ করছেন। আবার উল্টোটাও হচ্ছে। বিশ্বের চলচ্চিত্র সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার জন্য ও সাংস্কৃতিক আদান প্রদানের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব একটা খুব বড় প্ল্যাটফর্ম"।
আগামী ১৮ জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে রাসেল ক্রোর ছবি ব্রোকেন সিটি। রাসেল ছাড়াও ছবিতে রয়েছেন ক্যাথরিন জিটা জোন্স ও মার্ক ওয়ালবার্গ।