Rupankar Bagchi: ফের বিতর্কে রূপঙ্কর, এবার থানায় দায়ের গান চুরির অভিযোগ

 গায়ক রূপঙ্কর বাগচী ও কম্পোজার পার্থ ব্যানার্জির নামে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করলেন গায়িকা মনোরমা ঘোষাল।

Updated By: Jun 30, 2022, 04:07 PM IST
Rupankar Bagchi: ফের বিতর্কে রূপঙ্কর, এবার থানায় দায়ের গান চুরির অভিযোগ

নান্টু হাজরা: বিতর্ক যেন পিছু ছাড়ে না রূপঙ্করের। ফের একবার অভিযোগে বিদ্ধ গায়ক। এবার গান চুরি করার অভিযোগ। গায়ক রূপঙ্কর বাগচী ও কম্পোজার পার্থ ব্যানার্জির নামে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করলেন গায়িকা মনোরমা ঘোষাল। তিনি নিউটাউনের বাসিন্দা। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিস।

মনোরমা ঘোষালের অভিযোগ, তাঁর নিজের গান চুরি করে আর একজন গেয়েছেন ও তা ইউটিউবে আপলোডও করেছেন। বৃহস্পতিবার নিউটাউন থানায় এসে তিনি বলেন,'আমার যিনি কম্পোজার পার্থ ব্যানার্জি ও যে গেয়েছেন রূপঙ্কর বাগচী ওঁদের দুজনের নামে জেনারেল ডায়েরি করতে এসেছি। ছয় মাস আগে আমার চ্যানেলে গানটি আপলোড করা হয়। গানটি ভিডিও করে আপলোড করি। এবং পার্থ ব্যানার্জি যিনি কম্পোজার উনি পুরোপুরি পারিশ্রমিক নিয়ে গানটি আমাকে দিয়েছিলেন। আমি গানটি গাই। ওঁকে এটাও বলা হয়েছিল এটা আমার সম্পূর্ণ নিজের গান, আপনি খুব ভালো করে দেখবেন গানটি যাতে সবার কাছে পৌঁছায়। প্রমোশন করুন, প্রমোট করুন, তার জন্য উনি যথাযথ টাকাও নিয়েছিলেন। ২৫ তারিখ বা এক সপ্তাহ আগে থেকে পার্থ ব্যানার্জী এস এম এস করছে যে আমি অনুরোধ করছি কিছু দিনের জন্য গানটি তুমি মিউট করে দাও। তুমি পাবলিক করোনা গানটি। কেন জিজ্ঞাসা করলে তিনি বলেন রূপঙ্কর বাগচীর বিষয়টি। এবং আমাকে কনসিডার করার জন্য রিকোয়েস্ট করেন। গতকাল 'সাগর তুমি গানটা' যখন ইউটিউবে চালাতে যাই, দেখি আমার টা আসছে না ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক করে দেওয়া হয়েছে। অন্যদিকে রূপঙ্করের গানটা বাজছে। গতকাল রূপঙ্করের গানটা রিলিজ করেছে। জুনের  ২৫ তারিখ রূপঙ্করকে ফোন করা হয়েছিল, ওঁকে হোয়াটস আপ করা হয়েছিল, ভিডিওটির লিংকও পাঠানো হয়েছিল এবং ডিটেলস লিখে দেওয়া হয়েছিল। আমার যিনি অভিভাবক তিনি লিখে দিয়েছিলেন  যে গানটি অলরেডি গাওয়া হয়ে গেছে। একজন গেয়েছেন, এটা দ্বিতীয় বার করে হতে পারে না। উনি সব কিছু দেখেন। দেখার পর উনি গানটি কী করে রিলিজ করেন।'

অভিযোগকারিনী বলেন,'এখন আমি চাইছি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যে চ্যানেল থেকে ওরা গানটি স্ট্রাইক করে দিয়েছিল, ওরা যেন গানটি যেন আবার রিলিজ করে দেয়। আমার ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম মনোরমা মিউজিক। আমার গানটি চুরি করেছেন। একদম স্পষ্ট কথায়  আমার গান আমার পারমিশন ছাড়া কপি রাইট বার করে ওরা চুরি করেছে। সেটা কেন করবে?'

আরও পড়ুন: Rachana Banerjee: দিদি নং ১, চোট সারিয়ে ফিরলেন সেটে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.