Rani Rashmoni: অভিনয় থেকে সাময়িক বিরতি পর্দার জগদম্বার, এবার কাকে দেখা যাবে এই চরিত্রে?

কেন অভিনয় থেকে বিরতি নিলেন রশ্মি ভট্টাচার্য? 

Updated By: Nov 21, 2021, 09:19 PM IST
Rani Rashmoni: অভিনয় থেকে সাময়িক বিরতি পর্দার জগদম্বার, এবার কাকে দেখা যাবে এই চরিত্রে?

নিজস্ব প্রতিবেদন: গত আড়াই বছর ধরে করুণাময়ী রানি রাসমণি (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে জগদম্বার চরিত্রে অভিনয় করেন রশ্মি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। তবে এবার পর্দা থেকে কিছুদিনের জন্য বিরতি নিলেন অভিনেতা। রবিবার শেষবারের মতো জগদম্বারূপে দেখা গেল রশ্নিকে। শেষদিন সেটে সকলেরই মন খারাপ তাঁকে ঘিরে। তারই মাঝে অভিনেতার শেষদিন স্মৃতির পাতায় তুলে রাখতে এদিন কেক কেটে সেলিব্রেট করে গোটা টিম। 

অভিনেতা জানালেন, 'আজ আমি শেষবারের মতো জগদম্বা সাজলাম। গত আড়াই বছর ধরে এই চরিত্রে আমি অভিনয় করছি। এই চরিত্রটা গড়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিল। একদিকে এই চরিত্রটি বেশ তেজস্বী অন্যদিকে পরিবারের প্রতি দুর্বল, সেটাই অবশ্য তার শক্তি। সবসময়ি অন্যায়ের বিরুদ্ধে রপখে দাঁড়ায়। সে তাঁর নিজের দিদি হলেও অন্যায়ের প্রতিবাদ করে। আমি অভিনেতা হিসাবে, মানুষ হিসাবে অনেক কিছু শিখেছি। আমি চরিত্রটা ছেড়ে গেলেও ধারাবাহিকে এই চরিত্রটা থাকছে।'

আরও পড়ুন: কিসের অনুসন্ধান করছেন শাশ্বত! ডিসেম্বরেই ফাঁস হবে রহস্য

এই ধারাবাহিকে সারদামণির চরিত্রে অভিনয় করেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। রশ্নি চলে যাওয়ায় তাঁরও মনখারাপ। সেটের সকলেরই প্রায় মন খারাপ। তিনি ফাঁস করলেন, 'বিয়ে করছেন রশ্নি, সেই কারণেই অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছে। খুব মিস করব ওকে।' ধারাবাহিকে এবার থেকে জগদম্বার চরিত্রে দেখা যাবে মিমি দত্তকে (Mimi Dutta)। জগদম্বার লুকে বেশ মানিয়েছে তাঁকে। মিমি জানান,'এই চরিত্রে রশ্মি এতদিন অভিনয় করেছে ওকে দর্শক খুবই ভালোবেসেছে, তাই এই চরিত্র আমার কাছে খুবই কঠিন। আমি একদিকে খুব আনন্দিত আবার অন্যদিকে উত্তেজিত। কতক্ষণে ফ্লোরে যাব, কো আর্টিস্টদের সঙ্গে দেখা করবো। কতক্ষণে জগদম্বা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াব, তারই অপেক্ষা করছি।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.