Roddur Roy: অশ্রাব্য গালিগালাজে ভরা ভিডিও থেকে লক্ষাধিক টাকা আয় রোদ্দুর রায়ের

রোদ্দুর রায়(Roddur Roy) আর বিতর্ক, এককথায় সমার্থক শব্দ। তাঁর নাম শুনলে অনেকেরই মুখে চোখে বিরক্তি ধরা পড়ে, অনেকেই তাঁর নিন্দামন্দ করেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা অস্বীকার করা অসম্ভব, একঅর্থে তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন। 

Updated By: Jun 9, 2022, 12:41 PM IST
Roddur Roy: অশ্রাব্য গালিগালাজে ভরা ভিডিও থেকে লক্ষাধিক টাকা আয় রোদ্দুর রায়ের

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুমন্তব্যের জেরে গত মঙ্গলবার গোয়ায় গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। বুধবার রাতে রোদ্দুর রায়কে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন পুলিস আধিকারিকরা। বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে তাঁকে। কিন্তু যে ভিডিওর কারণে তিনি খবরের শিরোনামে সেই ভিডিও ও সেইরকম ভিডিও থেকেই মোটা অঙ্কের টাকা রোজগার করেন এই ইউটিউবার। 

রোদ্দুর রায়(Roddur Roy) আর বিতর্ক, এককথায় সমার্থক শব্দ। তাঁর নাম শুনলে অনেকেরই মুখে চোখে বিরক্তি ধরা পড়ে, অনেকেই তাঁর নিন্দামন্দ করেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা অস্বীকার করা অসম্ভব, একঅর্থে তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন। বারবারই নানা বিতর্কে নাম জড়িয়েছে তাঁর, এর পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই কারণ তাঁর শব্দচয়ন। ভিডিওতে সাধারণত অশ্রাব্য গালিগালাজ করেন ঐ ব্যক্তি। এই কারণে অনেকেই তাঁর ভিডিও এড়িয়ে চলেন। কিন্তু এই ভিডিও দেখেনও প্রচুর সংখ্যক নেটিজেন আর এই ভিউয়ের বিচারেই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় থেকে প্রতি ভিডিও পিছু ২০ থেকে ২৫ হাজার টাকা রোজগার করেন রোদ্দুর। অশ্রাব্য গালিগালাজে ভরা এইসব ভিডিও থেকে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা রোজগার করেন রোদ্দুর রায় অর্থাৎ অনির্বান রায়। 

গত সপ্তাহের মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের পর আচমকাই প্রয়াত হন বলিউডের গায়ক কেকে। নজরুল মঞ্চে দর্শক আসনের থেকে বেশি সংখ্যক দর্শকের উপস্থিতি, এসি না চলা, স্টেজে ভিড় করা সহ একাধিক প্রসঙ্গ উঠে এসেছে এই ঘটনায়। কেকের মৃত্যু প্রসঙ্গেই একটি ফেসবুর লাইভ করে রোদ্দুর রায়। ফেসবুক লাইভে এসে রূপঙ্কর বাগচীর মন্তব্য থেকে শুরু করে সেদিন নজরুল মঞ্চে উপস্থিত থাকা তৃণমূল নেতা মদন মিত্রকেও অশালীন ভাষায় আক্রমণ করে রোদ্দুর রায়। এখানেই সে থেমে থাকেনি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁকে দিদি সম্বোধন করেই একের পর এক কুরুচিকর মন্তব্য করতে থাকে রোদ্দুর রায়। শুধুমাত্র নজরুল মঞ্চের ঘটনাই নয়, মমতার প্রশাসনিক বৈঠক নিয়েও প্রশ্ন তোলে সে। পশ্চিমবঙ্গের রাজনীতি, দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগে রোদ্দুর রায়। অশ্লীল গালিগালাজ করতে পিছপা হয়নি রোদ্দুর রায়। এরপরই তার নামে একাধিক অভিযোগ জমা পড়ে ও তার জেরেই রুজু হয় একাধিক মামলা। সেই মামলার তদন্তে নেমে মঙ্গলবার গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। 

আরও পড়ুন: Shah Rukh Khan in Nayanthara Wedding: কোভিডের পরেই নয়নতারা-ভিগনেশের বিয়েতে হাজির শাহরুখ খান, ভাইরাল ছবি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.