বাসু চ্যাটার্জির হাত ধরেই টেলিভিশনে প্রথম 'ব্যোমকেশ' কে চেনে দেশ

দূরদর্শনের 'ব্যোমকেশ বক্সী', 'রজনি'র মতো জনপ্রিয় ধারাবাহিকেরও পরিচালক ছিলেন তিনি। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 4, 2020, 05:27 PM IST
বাসু চ্যাটার্জির হাত ধরেই টেলিভিশনে প্রথম 'ব্যোমকেশ' কে চেনে দেশ

নিজস্ব প্রতিবেদন: ফিল্ম নির্মাতা বলেই তাঁকে সকলে চেনেন। বাঙালি পরিচালক হিসাবে বলিউডে একসময় রাজত্ব করেছেন তিনি। আজ তাই বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বলিউডের শিল্পী মহলে। তবে শুধু সিনেমার দুনিয়াতে নয়, টেলিভিশন জগতেও তাঁর অবাধ বিচরণ। দূরদর্শনের 'ব্যোমকেশ বক্সী', 'রজনি'র মতো জনপ্রিয় ধারাবাহিকেরও পরিচালক ছিলেন তিনি। 

১৯৯৩ থেকে ৯৭ দুরদর্শনের পর্দায় সম্প্রচারিত হয় ব্যোমকেশ বক্সী। যেটি ভীষণই জনপ্রিয়তা পেয়েছিল। লকডাউনে কারণে আবারও দুরদর্শনের পর্দায় ফিরে এসেছে ধারাবাহিকটি। আর এটির পরিচালক আর কেউ নন, ছিলেন বাসু চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকে রজিত কাপুর ছিলেন সত্যান্বেষীর ভূমিকায়। অজিত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কে কে রায়না।

আরও পড়ুন- পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক শ্রীলেখা, জিএসটি বিল দেখিয়ে দিতে পারি, বললেন পরিচালক

ছবি- দুরদর্শনের ধারাবাহিক ব্যোমকেশ বক্সী থেকে নেওয়া

শুধু 'ব্যোমকেশ বক্সী'-ই নয় ১৯৮৫ সালে দুরদর্শনের আরও একটি জনপ্রিয় ধারাবাহিক 'রজনি'র পরিচালকও ছিলেন বাসু চট্টোপাধ্যায়।

ছবি- রজনি ধারাবাহিক থেকে নেওয়া

দুরদর্শনের আরও একটি জনপ্রিয় ধারাবাহিক 'দর্পন'-এর পরিচালক ছিলেন বাসু চট্টোপাধ্যায়। যেখানে মধ্যবিত্তের জীবনগাথা ফুটে ওঠে। এই ধারাবাহিকটির পরিচালকও ছিলেন বাসু চট্টোপাধ্য়ায়।

আরও পরবর্তীকালে ২০০৫ সালে 'এক প্রেম কথা-এক মুলাকাত' ধারাবাহিকের পরিচালকও ছিলেন বাসু চট্টোপাধ্যায়।

এভাবেই শুধু সিনেমার দুনিয়াতেই নয়, টেলি দুনিয়াতেও সাফল্যের সঙ্গে রাজত্ব করে গিয়েছেন প্রবাসী বাঙালি পরিচালক বাসু চট্টোপাধ্য়ায়। 

.