এবার কি টাইগারের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন দিশা?

 'বাগি টু'-ই কি এবার 'ভিলেন'-এর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে টাইগার-দিশার সম্পর্কে? অবাক লাগছে শুনতে?

Updated By: Mar 27, 2018, 06:27 PM IST
এবার কি টাইগারের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন দিশা?

নিজস্ব প্রতিবেদন : তাঁদের অফস্ক্রিনের রসায়ন কেমন, তা সবারই জানা। আর তাই তো, অনস্ক্রিনে যখন টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানি হাজির হবেন, তখন যে তাঁদের জুটি ঝলসে উঠবে পর্দায়, তেমনই আশা দর্শকদের। কিন্তু, 'বাগি টু'-ই কি এবার 'ভিলেন'-এর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে টাইগার-দিশার সম্পর্কে? অবাক লাগছে শুনতে?

বি টাউনের গুঞ্জন, 'বাগি টু'-তে তাঁর তুলনায় টাইগারকে বেশি দেখানো হতে পারে। ফলে, সিনেমার মুক্তির দরুন সমস্ত লাইমলাইট দিশার পাশ থেকে সরে টাইগারের দিকে চলে যাবে বলেও আশঙ্কা অভিনেত্রীর। আর সেই কারণেই দিশা নাই ভয় পাচ্ছেন বলে খবর। 'বাগি টু'-তে টাইগার যদি সমস্ত প্রচারের আলো টেনে নেন, তাহলে তাঁর চরিত্রের কী হবে বলেও ঘনিষ্ঠ মহলে নাকি প্রশ্ন তুলতে শুরু করেছেন দিশা।

আরও পড়ুন : একসঙ্গে কফির কাপে চুমুক, ভাইরাল সলমন-ক্যাটরিনার নয়া ভিডিও

এদিকে বান্ধবী দিশার জন্য নাকি পাগল টাইগার। কোনও সময় যাতে দিশার সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট টাইগার। কিন্তু, দিশার মনে এ হেন অমূলক সন্দেহ থেকেই সম্পর্কের ইতি টানা হবে, সেটা আওবশ্য সময়ই বলবে।

.