দীপিকা ভুলভাল কথা বলছে! হঠাৎ কেন রেগে গেলেন রণবীর?

 হঠাৎই এক সাক্ষাৎকারে দীপিকার বলা কথায় রেগে গেলেন রণবীর।

Updated By: Jan 13, 2019, 05:52 PM IST
দীপিকা ভুলভাল কথা বলছে! হঠাৎ কেন রেগে গেলেন রণবীর?

নিজস্ব প্রতিবেদন: রণবীর সিং যে দীপিকা পাড়ুকোন জন্য কতটা পাগল, সেকথা আর নতুন করে বলার দরকার নেই। দিপ্পি যেটাই বলুন না কেন রণবীর সেটাই বেশিরভাগ সময় মেনে নেন। এমনকি দীপবীরের বিয়ের পরও তাঁদের সম্পর্কের মধ্যে এই বিষয়টা বজায় রয়েছে। তবে হঠাৎই এক সাক্ষাৎকারে দীপিকার বলা কথায় রেগে গেলেন রণবীর।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে রণবীর বলেন, '' যখন তাঁরা দুজনেই যশরাজ ফিল্মসে ছিলেন, তখন তাঁদের আলাপ। সেসময় রণবীর আমার সঙ্গে ফ্লার্ট করl, অথচ আমি জানি সেসময় অন্যজনের সঙ্গে ও ডেট করছিল। এবিষয়টিতে আমার হাসি পেত, আমি ওকে বলেছিলাম, তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো।''

আরও পড়ুন-সাক্ষৎকার দিতে গিয়ে কেঁদে ফেললেন রণবীর সিং, হঠাৎ কী এমন ঘটল?

এদিকে কয়েকদিন আগে একটি ম্যাগজিনকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকার এই দাবিকে নসাৎ সম্পূর্ণ নসাৎ করেছেন রণবীর সিং। তাঁর কথায় '' দীপিকা ভুলভাল কথা বলছে। যদি আমি এমনটা করতাম, তাহলে সবথেকে আগে আপনারা (সাংবাদিকরা) জানতে পেরে যেতেন। '' প্রসঙ্গত, এর আগে রণবীরকে এভাবে প্রকাশ্যে দীপিকার বিরোধীতা করতে দেখা যায়নি, অথচ হঠাৎ তিনি কেন দিপ্পির এধরনের মন্তব্যে বিরক্ত হলেন, তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

জানা যায়, সঞ্জয়লীলা বনশালি গোলিওকি রাসলীলা রামলীলা ছবির শ্যুটিংয়ের সময় একে অপরের প্রেমে পরেছিলেন রণবীর-দীপিকা। তারপর দীর্ঘ ৬ বছরের প্রেম। অবশেষে গত ১৪ ও ১৫ নভেম্বর লেক কোমোও সাতপাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা।

আরও পড়ুন-রিসেপশনে নববধূ দীপিকার সামনে প্রাক্তন প্রেমিকা অনুষ্কা যখন হাজির হয়েছিল, তখন কী মনে হয়েছিল? মুখ খুললেন রণবীর

  

.