রনবীর-বিদ্যা`ই সেরা

চাঁদের হাট বসেছিল ভেনেতিয়ান ম্যাকাও-এ। উপলক্ষ এবছরের জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। উপস্থিত ছিলও প্রায় গোটা `টিনসেল টাউন`।

Updated By: Jan 22, 2012, 09:10 PM IST

চাঁদের হাট বসেছিল ভেনেতিয়ান ম্যাকাও-এ। উপলক্ষ এবছরের জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। উপস্থিত ছিলও প্রায় গোটা `টিনসেল টাউন`।
`রকস্টার` ছবির জন্য রনবীর কাপুর এবং `ডার্টি` বিদ্যা বালন পেলেন সেরার শিরোপা।
সঞ্চালকের ভূমিকায় ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ও তাঁর জংলি বিল্লি থুরি প্রিয়ঙ্কা চোপড়া। প্রথমবার কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করলেন প্রিয়ঙ্কা।

২০১২ জি সিনে অ্যাওয়ার্ডস-এ সেরা তালিকা:
সেরা অভিনেতা(পপুলার)-রনবীর কাপুর (রকস্টার)
সেরা অভিনেত্রী(পপুলার)-বিদ্যা বালন (ডার্টি পিকচার)
সেরা পরিচালক -ইমতিয়াজ আলি (রকস্টার)
সেরা অভিনেতা(জুরি) -শাহরুখ খান (ডন টু)
সেরা অভিনেত্রী(জুরি) -বিদ্যা বালন (দ্যা ডার্টি পিকচার)
সেরা ছবি(জুরি) -দ্যা ডার্টি পিকচার
সেরা অ্যাকশন ছবি -রা.ওয়ান
সেরা নবাগত অভিনেতা -রানা দাগ্গুবাতি (দম মারো দম)
সেরা নবাগতা অভিনেত্রী -পরিণীতি চোপড়া (লেডিস ভারসেস রিকি বাহল)
সেরা গল্প -জোয়া আখতর ও রীমা কাগতি (জিন্দেগি না মিলেগি দোবারা)
সেরা নবাগত পরিচালত -সিদ্দিকি (বডিগার্ড)
গণমাধ্যমের শ্রেষ্ঠ ব্যবহার-রা.ওয়ান
বছরের সেরা গান -ছম্মক ছল্লো (রা.ওয়ান)
লাইফটাইম অ্যাচিভমেন্ট -জিতেন্দ্র
সেরা গায়িকা -শ্রেয়া ঘোষাল (সাইবো, সোর ইন দ্যা সিটি)
সেরা গায়ক -মোহিত চোহান (জো ভি মে, রকস্টার)
সেরা সঙ্গীত পরিচালক -এ আর রহমান

.