কঙ্গনার আক্রমণের জবাব দিলেন রণবীর
কেন যে কঙ্গনা রণবীর-আলিয়ার উপর তিনি এতটা খাপ্পা, তা একমাত্র তিনিই জানেন!
নিজস্ব প্রতিবেদন: যেটা যখন মনে হয় আগুপিছু না ভেবে সেটাই বলে বসেন। এ বদনাম কঙ্গনা রানাওয়াতের সব সময়ের জন্যই রয়েছে। সম্প্রতি, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আক্রমণ করে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে কঙ্গনাকে। কেন যে কঙ্গনা রণবীর-আলিয়ার উপর তিনি এতটা খাপ্পা, তা একমাত্র তিনিই জানেন!
বেশকিছুদিন আগে, এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় কঙ্গনা বলেন, ''রণবীর নিজেকে ইয়ং বলে দাবি করেন, অথচ ওর বয়স তো ৩৭। আর আলিয়াকে নতুন প্রজন্মের তারকা বলা হচ্ছে, ওর বয়স ২৭। ওই বয়সে আমার মায়ের ৩টে বাচ্চা হয়ে গিয়েছিল। এটার কোনও মানে হয় না ও বচ্চা নাকি বোবা বুঝতে পারি না...''
আরও পড়ুন-তথাগতর ক্যামেরায় প্রিয়াঙ্কা যেন অনন্যা, প্রদর্শনী দেখে মুগ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
মনিকর্ণিকার প্রচারে গিয়েও রণবীর-আলিয়ারে আক্রমণ করেছিলেন কঙ্গনা, বলেছিলেন, 'রণবীর, আলিয়ারা দেশ নিয়ে মাথা ঘামান না, তাঁরা রাজনৈতিক কোনও বিষয়ে মতামত রাখেন না, ওনারা শুধুই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত।'
আরো পড়ুন-চিকিৎসক বাবার তৈরি আশ্রমের 'অতিথি'দের দায়িত্বে ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন প্রতীক সেন
সম্প্রতি, একটি অনুষ্ঠানে তাঁকে নিয়ে করা কঙ্গনার এধরনের মন্তব্য নিয়ে রণবীর কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, '' যখনই কেউ আমায় কিছু প্রশ্ন করেছেন, আমি সবসময়ই তার জবাব দেওয়ার চেষ্টা করেছি। তবে এক্ষেত্রে আমার কোনও আগ্রহই নেই। আমাকে নিয়ে কেউ কিছু বলতেই পারেন। সেটা তাঁর ব্যপার। তবে আমি জানি, আমি কী, কেমন, বা আমি কী বলেছি। ''
Ranbir - I don't have any interest in giving answers to these questions. People can say whatever they want. I know who I am and what I say pic.twitter.com/807jRfnQuj
— King AegonRK (@ayaansangar) May 11, 2019
এদিকে এর আগে আলিয়াকে এই একই আক্রমণ করেন কঙ্গনা। তাঁকে নিয়ে কঙ্গনার এমন মন্তব্যে আলিয়ার আগেই সাফ জনিয়েছিলেন, ''কঙ্গনা যেভাবে কথা বলেন, যেভাবে রাজনীতি নিয়ে নিজের মতাদর্শ প্রকাশ করেন, আমার সেই ক্ষমতা বা দক্ষতা নেই। উনি ভালো বক্তা। আমি কঙ্গনাকে তাঁর যোগ্যতার জন্য, তাঁর কথা বলার পারদর্শিতার জন্য শ্রদ্ধা করি, কর্ণিশ জানাই। তবে হ্যাঁ, ও (কঙ্গনা) ঠিকই বলেছে, আমরা অনেক সময়ই চুপ থাকি। অনেকসময় আমাদের মনে হয়, বলে কী হবে, সবাই তো বলছে। আমার বাবা (মহেশ ভাট), সবসময় বলেন, সব বিষয়ে কথা বলতে নেই। অবশ্যই আমার মতামত থাকে তবে আমি সেটা নিজের মধ্যেই রাখি।''