হৃত্বিক-কঙ্গনা বিতর্কে বিস্ফোরক মন্তব্য রাকেশ রোশনের

ওয়েব ডেস্ক: বছরের শুরুতে বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনের সঙ্গে ডিভা কঙ্গনা রানাওয়াতের বিতর্ক দেখা দিয়েছিল। বেশ কিছুদিন ধরে সেই বিতর্ক চলেছিল। যদিও এখনও তা থেমে যায়নি। সেই প্রসঙ্গে বলিউডের অন্যান্য অনেকেই অনেক মত প্রকাশ করেছিলেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন।

আরও পড়ুন পোশাক কম নিয়ে সোফিয়া হায়াত বাবা রামদেবকে যা বললেন, তা সমর্থন করেন?

হৃত্বিক-কঙ্গনা বিতর্ক প্রসঙ্গে রাকেশ রোশন বলেন, 'হৃত্বিক অন্য ধরনের ছেলে। যদি কেউ (কঙ্গনার নাম না করে) ওর সম্পর্কে মিথ্যে গুজব রটায়, তাহলে ও শান্ত হয়ে মুখ বুজে থাকে। ও যদি সকলের সামনে মুখ খোলে, তাহলে তা সবাইকে চমকে দেবে।'

আরও পড়ুন ক্যাটরিনা আউট, রণবীরের এখন নতুন প্রেমিকা!

কিন্তু সত্যিটা কেন সামনে আনছেন না হৃত্বিক রোশন। প্রসঙ্গে রাকেশ বলেন, 'হৃত্বিক এখন ছবির কাজ নিয়ে ব্যস্ত। ব্যস্ততা মিটে গেলে ও এই প্রসঙ্গে হয়তো কিছু বলতেও পারে। এটা একেবারেই ওর পছন্দ।'

English Title: 
RAKESH ROSHAN SAYS ON HRITHIK-KANGANA CONTROVERSY
News Source: 
Home Title: 

হৃত্বিক-কঙ্গনা বিতর্কে বিস্ফোরক মন্তব্য রাকেশ রোশনের

হৃত্বিক-কঙ্গনা বিতর্কে বিস্ফোরক মন্তব্য রাকেশ রোশনের
Yes
Is Blog?: 
No