Rachana Banerjee: দিদি নং ১-র শ্যুটিং সেট থেকে আচমকা বিরতি সঞ্চালিকার! কোথায় গেলেন রচনা?

ব্যাক টু ব্যাক এপিসোডের শ্যুটিং করছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও দিদি নম্বর ওয়ানের শ্যুটিং থেকে ব্রেক নেন সঞ্চালিকা। বিরতি নিয়ে নিজের সেট ছেড়ে তিনি সটান চলে যান ঐ স্টুডিয়োতে পাশের সেটে। তারপর...

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Aug 3, 2022, 01:59 PM IST
Rachana Banerjee: দিদি নং ১-র শ্যুটিং সেট থেকে আচমকা বিরতি সঞ্চালিকার! কোথায় গেলেন রচনা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  রাজারহাটে একটি স্টুডিয়োতে দিদি নং ১-এর(Didi No.1) শ্যুটিং চলছিল। অন্যদিনের মতোই সেখানে ব্যাক টু ব্যাক এপিসোডের শ্যুটিং করছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee)। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও দিদি নম্বর ওয়ানের শ্যুটিং থেকে ব্রেক নেন সঞ্চালিকা। বিরতি নিয়ে নিজের সেট ছেড়ে তিনি সটান চলে যান ঐ স্টুডিয়োতে পাশের সেটে। সেখানে চলছিল সা রে গা মা পা-র(Sa Re Ga Ma Pa) শ্যুটিং। সেটে রচনাকে দেখে অবাক গানের রিয়ালিটি শোয়ের বিচারক থেকে শুরু করে সঞ্চালক ও প্রতিযোগীরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। সা রে গা মা পা-র মঞ্চে আগামী প্রতিযোগীর ঘোষণা করতেই সেখানে হাজির হন রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর আসল বিষয়টা খোলসা করলেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন যে, পাশের সেটেই তিনি শ্যুট করছিলেন। সেখান থেকেই তিনি জানতে পারেন যে সারেগামাপা-এর সঞ্চালক আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগীরা সেলফি তুলতে অস্থির। এই সেলফির ডিমান্ড দেখে আনন্দে আত্মহারা অভিনেতা। তাই এবার দিদি নং ১ নিজেই হাজির হয়েছেন আবীরের সঙ্গে সেলফি ক্লিক করতে। আসলে আবীর চট্টোপাধ্যায়কে সারপ্রাইজ দিতেই রচনা পৌঁছে যান সারেগামাপা-র সেটে। আবীর বলেন তিনি নিজেই চান দিদি নম্বর ওয়ানের সঙ্গে সেলফি তুলতে।

আরও পড়ুন: Aamir Khan: বিচ্ছেদের পরে দুই স্ত্রী রীনা ও কিরণের সঙ্গে সম্পর্ক কেমন? অকপট আমির

সারেগামাপা-র মঞ্চে  দেখে সত্যিই চমকে গেছেন সকলে। প্রথমেই আবীরের সঙ্গে ছবি তোলেন রচনা। পন্ডিত অজয় চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা ও শান্তনু মৈত্রকে নমস্কার জানিয়ে অভিমানের সুরে আবীরকে রচনা বলেন, তাঁকে ডাকা হয় না সারেগামাপা-এ, তাই তিনি নিজেই চলে এসেছেন রিয়্যালিটি শোয়ের মঞ্চে। তাঁর এই সারপ্রাইজে মুগ্ধ শ্রীকান্ত আচার্যও। গানের রিয়ালিটি শোয়ে এসেছেন যখন গান গাইতেই হবে। সকলের আবদারে রচনা গাইলেন, ‘তোমাতে আমাতে দেখা হয়েছিল...’। রচনার কন্ঠে মুগ্ধ উপস্থিত সকলেই।

আরও পড়ুন: Kangana Ranaut-Karan Johar: ‘হিন্দি ডাউনমার্কেট’! ফের করণের বিরুদ্ধে বিস্ফোরক কঙ্গনা

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশক বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশেনও তিনি রাজ করছেন দীর্ঘ ১২ বছর। আট থেকে আশি সকলের কাছেই তিনি সমান জনপ্রিয়। বিকেল পাঁচটা বাজলে তাঁর টানেই টিভির সামনে এসে হাজির হন দর্শকেরা এমনই তাঁর ক্যারিশ্মা। তাঁর মঞ্চে এসে নিজেদের জীবনযুদ্ধের কাহিনী শেয়ার করার আত্মবিশ্বাস পান বাংলার নারীরা। তিনি দিদি নং ১ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপস্থিতিতে কয়েকবার এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন দেবশ্রী রায়, জুন মালিয়া সহ আরও অনেকেই কিন্তু প্রতিবারই টিআরপি তালিকা বুঝিয়ে দিয়েছে যে দর্শক দিদি নং ওয়ানের সঞ্চালিকা হিসাবে দেখতে চায় শুধুমাত্র রচনা বন্দ্যোপাধ্যায়কেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.