পাক শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করল সর্বভারতীয় শিল্পী সংগঠন
কোনও ভারতীয় শিল্পী পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকেই রাগে ফুঁসছে গোটা দেশ। সন্ত্রাসবাদী হামলার পরেই পাকিস্তানের শিল্পীদেরও বয়কট করতে চেয়েছিলেন অনেক ভারতীয় শিল্পী। এবার সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ে গেল। ভারতবর্ষে কাজ করা পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করে দিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস্ আ্যসোশিয়েশন।
All India Cine Workers Association announce a total ban on Pakistani actors and artists working in the film industry. #PulwamaAttack pic.twitter.com/UPCWC5LFAk
— ANI (@ANI) February 18, 2019
সোমবার সকালে নোটিস দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে সর্বভারতীয় শিল্পী সংগঠন। নির্দেশিকায় পুলওয়ামায় জওয়ানদের ওপর জঙ্গিহামলার ঘটনায় শোক প্রকাশ করা হয়। শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এর পরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত সকল পাকিস্তানি অভিনেতা এবং শিল্পীদের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ওই নোটিসে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে, কোনও ভারতীয় শিল্পী পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এমনকী নিষিদ্ধও করা হতে পারে।
আরও পড়ুন - পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারগুলিকে ২.৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা অমিতাভের
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাক শিল্পী আতিফ আসলাম ও রাহাত ফতে আলি খানের সঙ্গে টি-সিরিজ কয়েকটি গান প্রযোজনা করে। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পরেই ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে সব গান।