20 Years of Saathi: বাংলা ছবিতে দেখা নেই জিতের 'সাথী'র নায়িকার, ২০ বছর পর কী করছেন প্রিয়াঙ্কা?
১৯৯৬ সালের মিস ক্যালকাটা হয়েছিলেন তিনি। বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ছবি দিয়ে ফিরদৌসের বিপরীতে ১৯৯৮ সালে বাংলা ছবিতে ডেবিউ করেছিলেন তিনি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/26/347680-11878499833669146033677754637774777840092535n.jpg?itok=A_uADGD2)
![20 Years of Saathi: বাংলা ছবিতে দেখা নেই জিতের 'সাথী'র নায়িকার, ২০ বছর পর কী করছেন প্রিয়াঙ্কা? 20 Years of Saathi: বাংলা ছবিতে দেখা নেই জিতের 'সাথী'র নায়িকার, ২০ বছর পর কী করছেন প্রিয়াঙ্কা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/14/378715-priyankatri.jpg)
নিজস্ব প্রতিবেদন: ২০০২ সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তীর ছবি 'সাথী'(Saathi)। বাংলা ছবি পেয়েছিল তাঁর নয়া সুপারস্টার জিতকে(Jeet)। পাশাপাশি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল জিৎ-প্রিয়াঙ্কা জুটি। সাথীর সাফল্যের পরই তাঁদের একসঙ্গে দেখা যায় সঙ্গী ছবিতে। শুধু জিত নয়, প্রসেনজিতের সঙ্গেও জুটিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। তবে বেশ অনেক বছরই বাংলা ছবিতে দেখা মেলেনি প্রিয়াঙ্কা ত্রিবেদীর(Priyanka Trivedi)।
১৯৯৬ সালের মিস ক্যালকাটা হয়েছিলেন তিনি। বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ছবি দিয়ে ফিরদৌসের বিপরীতে ১৯৯৮ সালে বাংলা ছবিতে ডেবিউ করেছিলেন তিনি। ২০০৩ সালে কন্নড় সুপারস্টার উপেন্দ্র রাওয়ের সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর দুই সন্তান। তবে শুধু সংসারই নয়, সিনেমাতেও মনোনিবেশ করেছেন তিনি। কন্নড় ছবিতে চুটিয়ে অভিনয় করেন তিনি। বাংলা সিনেমার সেই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু একটা সময়ের পর বাংলা ছবিকে বিদায় জানান প্রিয়াঙ্কা। ২০১১ সালে শেষ বাংলা ছবি 'হ্যালো মেমসাহেব'-এ অভিনয় করেছিলেন।
বাংলা ছবিতে না দেখা গেলেও কন্নড় ছবির বড় নাম প্রিয়াঙ্কা ত্রিবেদী উপেন্দ্র। সম্প্রতি নিজের ৫০ তম ছবির ঘোষণা করেন প্রিয়াঙ্কা। ছবির নাম ডিটেক্টিভ টিকশানা। আগামী ছবিতে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে তাঁর স্বামী উপেন্দ্র রাও ও ছেলে আয়ুশ উপেন্দ্রকেও। এছাড়াও সম্প্রতি মিস নন্দিনী নামের একটি ছবিতেও দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: Actor Subhomoy Chatterjee Died: ফের দুঃসংবাদ টলিউডে, প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়