মহামারীর মধ্যে লস এঞ্জেলসে প্রিয়াঙ্কা, ভাইরাল অভিনেত্রীর ছবি

নিজেই শেয়ার করেন ছবি 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 23, 2020, 03:42 PM IST
মহামারীর মধ্যে লস এঞ্জেলসে প্রিয়াঙ্কা, ভাইরাল অভিনেত্রীর ছবি

নিজস্ব প্রতিবেদন : করোনার ভয়ে ঘর বন্দি প্রায় গোটা বিশ্বের মানুষ। ইতালি থেকে জার্মানি কিংবা নিউ ইয়র্ক, নিউ জার্সি কিংবা দিল্লি, মুম্বই, কলকাতা। করোনা এবং লকডাউন, দুইয়ের জেরে বাড়ির মধ্য়েই আটকে মানুষ। সেই তালিকায় রয়েছেন সেলেবরাও। মহামারীর ভয়ে লকডাউন ঘোষণার আগে থেকেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত সিনেমা, সিরিয়ালের শ্যুটিং। ফলে শিল্পী, কলাকুশলীরা আপাতত দরজায় তালা দিয়েই কাটাচ্ছেন দিন। সেই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন। তবে মহামারী যখন দাপট দেখাচ্ছে গোটা বিশ্ব জুড়ে, সেই সময় নিকের সঙ্গে রয়েছেন পিগি। অর্থাত মার্কিন মুলুকে রয়েছেন তিনি।

আরও পড়ুন  : মানুষকে রক্ষা করতে বীরের মতো লড়ছেন; চিকিতসক, নার্সদের সম্মানে অক্ষয় কী করলেন দেখুন

নিক জোনাসের সঙ্গেই দিন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। তবে নিউ ইয়র্কে নয়, পিগি রয়েছেন লস এঞ্জেলসে নিক এবং তাঁর বাড়িতে। ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে থেকেই একের পর সাহায্যের বার্তা নিয়ে এগিয়ে আসছেন প্রিয়াঙ্কা। আবার কখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরোক্টরের সঙ্গে কথা বলে করোনা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে শুরু করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

এবার লস এঞ্জেলসে থেকেই নিজের নতুন ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা। যেখানে তাঁকে একেবারে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে। এই প্রথম নিজের মেকআপ ছাড়া ছবি প্রিয়াঙ্কা শেয়ার করলেন বলে অনেকে মন্তব্য করতে শুরু করেছেন। দেখুন পিগির সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

রঙের উতসবের পরই নিক জোনাসের সঙ্গে মার্কিন মুলুকে পাড়ি দেন প্রিয়াঙ্কা চোপড়া। অম্বানি-কন্যা ইশার হোলি পার্টিতে হাজিরা দেওয়ার পর মুম্বই ছেড়ে পুনেতে হাজির হন প্রিয়াঙ্কা। সেখানে বন্ধু নতাশা পুনাওয়ালার বাগান বাড়িতেই রঙের উতসবে মেতে ওঠেন পিগি।

.