Priyanka Chopra: লন্ডনে অ্যাকশন করতে গিয়ে চোট দেশি গার্লের

লন্ডনে অ্যাকশনধর্মী 'সিটাডেল' সিরিজের শুট করছেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। 

Updated By: Aug 28, 2021, 12:07 AM IST
Priyanka Chopra: লন্ডনে অ্যাকশন করতে গিয়ে চোট দেশি গার্লের

নিজস্ব প্রতিবেদন: মাথা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত! 'সিটাডেল' ছবির অ্যাকশন দৃশ্যের শুট চলাকালীন চোট পেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের রক্তাক্ত মুখের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

আঘাতপ্রাপ্ত মুখের ছবি শেয়ার করে অভিনেত্রী (Priyanka Chopra) লিখেছিলেন,'কোনটা সত্যি আর কোনটা নয়?' তার কয়েক ঘণ্টা পরে এক ভক্ত জানান, তাঁর গালে চোট লেগেছে। কপালে নয়। সেই উত্তর ঠিক নয় জানিয়ে দেন দেশি গার্ল। তিনি লেখেন, ভ্রু-র কাছে কাটা দাগটাই আসল। ছবি জুম করে ডান চোখের ভ্রু-র ওপর কেটে যাওয়া অংশও দেখান। 

লন্ডনে অ্যাকশনধর্মী 'সিটাডেল' সিরিজের শুট করছেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। এক গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন তিনি। নেট মাধ্যমের একটি ছবিতে কালো আর খাঁকি আউটফিটে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। অ্যামজন প্রাইমে সম্প্রচারিত হওয়ার কথা এই সিরিজ। 'সিটাডেল'-র মধ্যে দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে অভিনেত্রীর।

আরও পড়ুন- New York-এ গিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ 'সোনা'য় নৈশভোজ সারলেন Anupam Kher

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.