শেষে তাকে হারিয়েই ফেললেন প্রিয়াঙ্কা? একা হয়ে গেলেন..

Updated By: Aug 21, 2017, 10:01 AM IST
শেষে তাকে হারিয়েই ফেললেন প্রিয়াঙ্কা? একা হয়ে গেলেন..

ওয়েব ডেস্ক : কখনও বলিউড, কখনও হলিউড, এই করেই দিন কাটছে তাঁর। বাজিরাও মস্তানি হোক কিম্বা বেওয়াচ। প্রিয়াঙ্কা যেন বলিউডের সঙ্গে হলিউডের তালে তাল মিলিয়ে চলছেন। নাম, যশ, খ্যাতি জীবনে প্রায় সবকিছুকেই ছুঁয়ে ফেলেছেন তিনি। কিন্তু, এত নাম যশের মধ্যেও কেউ যেন পিগিকে ছেড়ে চলে গিয়েছে। অবাক লাগছে শুনে? ভাবছেন, প্রিয়াঙ্কা কি নতুন করে সম্পর্কে জড়ালেন, তাই তো?

এসব যদি ভেবে থাকেন, তাহলে বলা ভাল, তেমন কিছুই নয়। কাজের চাপ হোক কিম্বা অন্য কিছু, রাতের ঘুম হারিয়ে গিয়েছে প্রিয়াঙ্কার। পিগি যেন কিছুতেই রাতে ঘুমোতে পারছেন না। আর ঘুম না আসাতেই রাতভর তিনি নানারকম চিন্তাভাবনা করেন। আর সেই কথা শেয়ার করেছেন তিনি সোশ্যাল সাইটেও।

গত ১৬ অগাস্ট এ বিষয়ে ট্যুইট করেন প্রিয়াঙ্কা। আর পিগির সেই ট্যুইট দেখে মহা চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর ভক্তরা। দেখুন প্রিয়াঙ্কা চোপড়ার সেই ট্যুইট।

 

 

.