প্রাক্তন বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রীতি জিন্টার

প্রাক্তন বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অভিনেত্রী প্রীতি জিন্টা। শিল্পপতি ওয়াদিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন বলিউডের এই অভিনেত্রী। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালিক প্রীতি জিন্টা এবং নেস ওয়াদিয়া।

Updated By: Jun 14, 2014, 08:54 AM IST

প্রাক্তন বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অভিনেত্রী প্রীতি জিন্টা। শিল্পপতি ওয়াদিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন বলিউডের এই অভিনেত্রী। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালিক প্রীতি জিন্টা এবং নেস ওয়াদিয়া।

শুধু শ্লীলতাহানিই নয়, প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে হুমকি এবং খারাপ ব্যবহারেরও অভিযোগ করেছেন বলিউডের অভিনেত্রী। প্রীতির অভিযোগ, গত তিরিশে মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচের সময় গাড়ওয়ারে প্যাভেলিয়নে উঠে আসেন নেস ওয়াদিয়া। দর্শকদের সামনেই প্রীতির হাত ধরে টেনে অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন নেস। প্রীতি জিন্টার অভিযোগের ভিত্তিতে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির তিনশো চুয়ান্ন, পাঁচশো চার এবং পাঁচশো ছয় ধারায় মহিলার ওপরে হামলা, ইচ্ছাকৃত খারাপ ব্যবহারের অভিযোগে মামলা রুজু করেছে মুম্বই পুলিস।

.