অনুষ্কাকে নিয়ে জাপান উড়ে যাচ্ছেন প্রভাস

জনপ্রিয়তার শিখরে উঠে এসেছেন যে দুই তারকা তাঁরা হলেন প্রভাস ও অনুষ্কা শেঠি।

Updated By: Feb 28, 2019, 03:56 PM IST
অনুষ্কাকে নিয়ে জাপান উড়ে যাচ্ছেন প্রভাস

নিজস্ব প্রতিবেদন: প্রভাস-অনুষ্কা অভিনীত পরিচালক এস এস রাজামৌলির ছবি 'বাহুবলী' সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। ছবিটি বক্স অফিসেও সুপার হিট। এদেশের বহু ছবির রেকর্ড ভেঙেছে 'বাহুবলী-২'। তবে এই ছবির দৌলতে জনপ্রিয়তার শিখরে উঠে এসেছেন যে দুই তারকা তাঁরা হলেন প্রভাস ও অনুষ্কা শেঠি।

আগামী ২ মার্চ জাপানে প্রদর্শিত হতে চলেছে 'বাহুবলী'। যার জন্য প্রভাস ও অনুষ্কা দুজনেই জাপানে উড়ে যাচ্ছেন বলে খবর। আর খুব স্বাভাবিকভাবেই প্রভাস-অনুষ্কা জুটির জাপান সফর ঘিরে উচ্ছ্বাসিত ভক্তরা। তাঁরা সকলেই সবসময়ের জন্য এই জুটিকে একসঙ্গেই দেখতে চান। এমনকি ফের কবে সিনেমার পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখা যাবে এখন সেই অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।

আরও পড়ুন-নগরকীর্তন, হলদে গোলাপের চলচ্চিত্রায়ন নয়: স্বপ্নময় চক্রবর্তী

শেষবার রাজস্থানের জয়পুরে ঘটা করে আয়োজিত পরিচালক রাজামৌলির ছেলে এস এস কার্তিকেয়র বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রভাস-অনুষ্কাকে। এস এস কার্তিকেয়র বিয়ের অনুষ্ঠান চলাকালীন অনুষ্কাকে প্রভাসের পাশেই দাঁড়িয়ে বিয়ে দেখতে দেখা যায়। দুজনকে চুপি চুুপি কতাবার্তা বলতেও দেখা যায় সেখানে। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

সিনেমার পর্দার বাইরে প্রভাস-অনুষ্কার গোপন প্রেমের গুঞ্জন শোনা যায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যদিও দুজনের কেউই তাঁদের সম্পর্ককে নিছকই ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন। যদিও ভক্তদের দাবি 'ডাল মেয়ে কুছ কালা হ্যায়'। তাঁদের প্রশ্ন প্রভাস, অনুষ্কা দুজনের কেউই কেন সাত পাকে বাঁধা পড়ছেন না? প্রসঙ্গত, বহুবার প্রভাসের বিয়ের কথা শোনা গেলেও তিনি এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি। অন্যদিকে অনুষ্কাও এখন সিঙ্গল। কিন্তু কেন? এপ্রশ্নের জবাব কারোর কাছেই নেই।

আরও পড়ুন-প্রকাশ্যে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত 'দ্বিখণ্ডিত'র ট্রেলার​

.