প্রিয়াঙ্কার পর ভূমি, নেকলাইন পোশাক পরে আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী

অভিনয়ে নজর দিন বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে 

Edited By: জয়িতা বসু | Updated By: Feb 26, 2020, 02:14 PM IST
প্রিয়াঙ্কার পর ভূমি, নেকলাইন পোশাক পরে আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: নেকলাইন পোশাক পরে সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকর। এই ধরনের পোশাক পর কেন নিজেকে সমালোচনা এবং কটাক্ষের মুখে ফেলে দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

আরও পড়ুন : 'দিল্লি জ্বলছে, আপনি ট্রাম্পের সঙ্গে খেতে বসেছেন?' কটাক্ষের মুখে এ আর রহমান

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে গোলাপি রঙের নেকলাইন পোশাক পরা ছবি শেয়ার করেন টয়লেট এক প্রেম কথা-খ্যত অভিনেত্রী ভূমি পেদনকের। ভূমির ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে যায় জোর সমালোচনা। ভূমি কেন এই ধরনের পোশাক পরেছেন বলে প্রশ্ন তুলতে শুরু করন কেউ। অনেকে আবার বলতে শুরু করেন, অভিনয়ে মন দিন। নিজের শরীরকে সবার সমানে এভাবে না তুলে ধরে, কাজের দিকে নজর দিন বলেও মন্তব্য করতে শুরু করেন কেউ কেউ।
দেখুন ভূমি পেদনেকরের সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তবে এই প্রথম নয়, এর আগে নেকলাইন পোশাক পরে নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। গ্র্যামির রেড কার্পেটে প্রিয়াঙ্কা যখন রাল্ফ রুসোর ডিজাইন করা নেকলাইন পোশাক পরে হাজির হন, তকন তাঁকি নিয়ে শুরু হয়ে যায় জোর সমালোচনা। 

 

প্রিয়াঙ্কার পর কখনও নুসরত বারুচা আবার কখনও ঊর্বশী  রউতেলাও আক্রমণের মুখে পড়েন খোলামেলা পোশাক পরে। 

.