'দিল্লি জ্বলছে, আপনি ট্রাম্পের সঙ্গে খেতে বসেছেন?' কটাক্ষের মুখে এ আর রহমান
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজের ছবি প্রকাশ করতেই আক্রমণের মুখে পড়েন এ আর রহমান
নিজস্ব প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে মঙ্গলবার সেজে ওঠে রাষ্ট্রপতি ভবন। ট্রাম্পের জন্য সেখানেই আয়োজন করা হয় নৈশভোজের। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজ হাজির হন এ আর রহমান, শেফ বিকাশ খান্নাও। সংবাদ সংস্থা এএনআই-এর তরফে ট্যুইট করা হয় সেই ছবি।
আরও পড়ুন : অনুমতি ছাড়া জোর করে চুম্বন, কমল হাসানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রেখার
Delhi: Music composer AR Rahman and chef Vikas Khanna present at the dinner banquet hosted by the President for the US President Donald Trump and First Lady Melania Trump. pic.twitter.com/xrJ2R31UWH
— ANI (@ANI) February 25, 2020
এএনআই-এর পাশাপাশি রহমান তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজের ছবি শেয়ার করেন। ওই ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে যায় জোর তরজা। দিল্লি যখন জ্বলছে, তখন রহমান কীভাবে নিশ্চিন্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজ সারছেন, সেই প্রশ্ন তুলতে শুরু করেন কেউ কেউ।
আরও পড়ুন : নন্দিতা ছেড়ে গেলে সঞ্জয় মিশ্রের স্ত্রীর সঙ্গে লিভ ইন, বিস্ফোরণ রঘুবীর যাদবের স্ত্রীর
অনেকে বলতে শুরু করেন, দিল্লিতে যখন একের পর এক মৃত্যু বাড়ছে, রহমান কীভাবে ওই কাজ করতে পারেন। দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ চলেছে, তা নিয়ে মুখ খুলুন স্যার বলেও অনেকে আবেদন করতে শুরু করেন রহমানের কাছে। আবার কেউ কেউ বলতে শুরু করেন, দিল্লি যখন জ্বলছে, তখন নৈশভোজের অনুভূতি কেমন। যদিও এ বিষেয়ে পালটা মুখ খোলেননি এ আর রহমান।