Poonam Pandey: ৩১ জানুয়ারিও ফোটোশ্যুট করেছেন, দেহরক্ষীর বয়ানে পুনমের মৃত্যু ঘিরে জল্পনা!

শুক্রবার সকালেই পুনম পান্ডেকে নিয়ে আসে দুঃসংবাদ। বলিউড অভিনেত্রীর মৃত্যু নিয়ে শুরু হয় জল্পনা। তাঁর সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ করা হয় এই খবর। তবে তাঁর দেহরক্ষীর বক্তব্যে জল্পনা বাড়ছে।পুনমের বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। বিভিন্ন বিষয়ে বিতর্কের কারণে একধিকবার শিরোনামে এসেছেন তিনি। দেহরক্ষী আমিন খান দু দিন আগেও তাঁকে নিয়ে গিয়েছিলেন ফোটোশ্যুটে। আজ এই খবরে হতবাক আমিন। কী করবেন বুঝতেই পারছে না। বলা ভাল মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁর। 

Updated By: Feb 2, 2024, 11:56 PM IST
Poonam Pandey: ৩১ জানুয়ারিও ফোটোশ্যুট করেছেন, দেহরক্ষীর বয়ানে পুনমের মৃত্যু ঘিরে জল্পনা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকালেই দুঃসংবাদ আসে। জানা যায় প্রয়াত বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। অনেকেই ফেক নিউজ ভেবে স্ক্রোল করে গিয়েছেন। এও কী সম্ভব, আদৌ কী মৃত্যু হয়েছে পুনমের! তবে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড় চারিদিক। জরায়ু ক্যানসারে (Cervical cancer) তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু তাঁর দেহরক্ষীর বক্তব্যে জল্পনা বাড়ছে। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে একথা জানানো হয়েছে, জানা যাচ্ছে পুনম পাণ্ডের ম্যানেজার অভিনেত্রীর মৃত্যুসংবাদ ও মৃত্যুর কারণ জানিয়েছেন। বিভিন্ন বিষয়ে বিতর্কের কারণে একধিকবার শিরোনামে এসেছেন পুনম পাণ্ডে। জোরালো বক্তব্যও রেখেছেন বিতর্কিত অভিনেত্রী। বিনোদন দুনিয়ায় মডেল হিসাবে পরিচিত মুখ তিনি। 

আরও পড়ুন: বিদ্যুতের এক ডাকে ছুটে গেলেন মুম্বই, গণেশ আচার্য-র কোরিওগ্রাফিতে কোমর দোলালেন রুক্মিণী

পুনমের ম্যানেজার এই খবর পোস্ট করলেও তাঁর দেহরক্ষী আমিন খান এ বিষয়ে কিছুই জানতেন না। সংবাদ মাধ্যমে তিনি এই খবর পেয়ে হতবাক। তিনি এগারো বছরেরও বেশি সময় ধরে পুনমের দেহরক্ষী হিসাবে কাজ করছেন। হতবাক হয়ে তিনি জানান- 'সংবাদমাধ্যমে এই খবর দেখে তো আমি চমকে উঠলাম। আমি ওঁর বোনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু পুনম নিজের শরীর নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। নিয়মিত শরীর-চর্চা করতেন। এরপরেও এমন কী করে হল বুঝতে পারছিনা। ৩১ জানুয়ারিও রোহিতের সঙ্গে ফোটোশ্যুট করেছেন পুনম। সেখানে আমি সঙ্গে গিয়েছিলাম। তবে শরীর খারাপ ছিল না। অবাক লাগছে সবটা।' 

আরও পড়ুন: ফের ওয়েব সিরিজে বরুণ বিশ্বাসের প্রতিবাদ গর্জন, 'শক্তিরূপেণ' বাসবদত্তা আনবেন 'প্রলয়'

এদিকে শুক্রবার সকালে কন্ট্রোভার্সি ক্যুইন পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে লেখা হয়, " আজকের সকালটা আমাদের জন্য কঠিন। আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের খুব প্রিয় পুনমকে হারিয়েছি। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকেই অফুরান ভালোবাসা পেয়েছে তাঁর কাছ থেকে। এই শোকের সময়ে আমরা গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি। তাঁর সঙ্গে ভাগ করে নেওয়া প্রত্যেকটা মুহূর্ত আমরা খুবই যত্ন করে মনের মণিকোঠায় রেখে দেব।"

 

প্রসঙ্গত, পুনম তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে ভাল খবর শেয়ার করার কথাও বলেন। ফ্যানদের প্রমিস করেন খুব শিগগির সুখবর তাঁদের সঙ্গে শেয়ার করবেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.