ট্রান্সজেন্ডারদের ফটোশ্যুট, ছবির প্রদর্শনী আই সি সি আর-এ

শক্তিরূপেণ, এক অভিনব প্রয়াস। সমাজে যারা বঞ্চিত, লাঞ্চনার স্বীকার সেই ট্রান্সজেন্ডারদের স্বপ্ন পূরণ করতেই এগিয়ে এল এক বেসরকারি সংস্থা। সেলিব্রিটিদের পাশাপাশি ফটোশ্যুট করালেন ট্রান্সজেন্ডারদের। সেই ছবি নিয়ে আই সি সি আরে নতুন প্রদর্শনী শক্তিরূপেণ।

Updated By: Mar 20, 2017, 04:55 PM IST
ট্রান্সজেন্ডারদের ফটোশ্যুট, ছবির প্রদর্শনী  আই সি সি আর-এ

ব্যুরো: শক্তিরূপেণ, এক অভিনব প্রয়াস। সমাজে যারা বঞ্চিত, লাঞ্চনার স্বীকার সেই ট্রান্সজেন্ডারদের স্বপ্ন পূরণ করতেই এগিয়ে এল এক বেসরকারি সংস্থা। সেলিব্রিটিদের পাশাপাশি ফটোশ্যুট করালেন ট্রান্সজেন্ডারদের। সেই ছবি নিয়ে আই সি সি আরে নতুন প্রদর্শনী শক্তিরূপেণ।

সমাজে লাঞ্চিত ট্রান্সজেন্ডারদের সমাজের কাছে  নতুভাবে স্বীকৃতি দিতেই এক অভিনব প্রয়াস-শক্তিরূপেণ। তাঁদের সৌন্দর্য ও প্রতিভাকে সম্মান দিয়ে দর্শকের সামনে হাজির করছেন চৈতালি চক্রবর্তী। এতদিনের স্বপ্ন সফল হওয়ার পর স্বস্তির ছাপ তাঁর চোখে মুখে। (মাত্র ৯৬ ঘণ্টায় একের পর এক রেকর্ড বাহুবলী ২-এর ট্রেলরের)

সীতা রূপে দেবশ্রী রায়, ঝাঁসীর রাণী অঞ্জনা বসু, দ্রোপদী সোহিণী আবার ডাকাতের বেশে ইন্দ্রাণী হালদার, নারীশক্তির বিভিন্ন রূপ লেন্সবন্দী করা হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, জানালেন আগামী দিনে বড় আকারে এই অনুষ্ঠান করতে চান তিনি। (প্রেমেই আছেন, কেবল প্রেমিক বদলে যাচ্ছে দীপিকার!)

এদের প্রতিভা এইভাবেই দর্শকের কাছে মেলে ধরা হোক, এদের দিকে এগিয়ে আসুক আরও সহস্র হাত।

.