নয়না, কুণালের পারফেক্ট বিচ ওয়েডিং

একজন বলিউডের হট হাঙ্ক, অন্যজন বলিউডের ফার্স্ট ফ্যামিলির সদস্য। তাই বিয়ে যে হাই প্রোফাইল হবেই তা তো জানাই ছিল। ৯ ফ্রেবুয়ারি আফ্রিকার সিসিলস বিচে বিয়ে করলেন বলিউড অভিনেতা কুণাল কপুর ও অমিতাভ বচ্চনের ভাইঝি নয়না বচ্চন।

Updated By: Feb 12, 2015, 05:41 PM IST
নয়না, কুণালের পারফেক্ট বিচ ওয়েডিং

ওয়েব ডেস্ক: একজন বলিউডের হট হাঙ্ক, অন্যজন বলিউডের ফার্স্ট ফ্যামিলির সদস্য। তাই বিয়ে যে হাই প্রোফাইল হবেই তা তো জানাই ছিল। ৯ ফ্রেবুয়ারি আফ্রিকার সিসিলস বিচে বিয়ে করলেন বলিউড অভিনেতা কুণাল কপুর ও অমিতাভ বচ্চনের ভাইঝি নয়না বচ্চন।

নয়নার জ্যাঠতুতো বোন শ্বেতা নন্দা(অমিতাভ বচ্চনের মেয়ে) আলাপ করিয়ে দিয়েছিলেন দুজনের। বহুদিনের সম্পর্কের শেষে বিচে স্বপ্নের বন্দনে আবদ্ধ হলেন তারা। দেশে ফিরে গ্র্যান্ড রিসেপশনের পরিকল্পনা রয়েছে কুণাল-নয়নার। দুজনের এক বন্ধু বিয়ের ছবি আপলোড করেছেন ইন্সটাগ্রামে। কুণাল নিজে টুইট করেছেন, "আমাদের বিয়েতে যারা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।"

অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চন ও রমোলা বচ্চনের মেয়ে নয়না ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। রঙ্গ দে বসন্তি, ডন টু, আজা নাচলে খ্যাত কুণাল আপাতত আগামী ছবি ডোগা নিয়ে ব্যস্ত।

 

.