ছবির বিষয়বস্তু পার্ক স্ট্রিট কাণ্ড, তাই আজও মুক্তির আলো দেখল না ছবি

সিনেমার নাম পার্ক স্ট্রিট। ২০১২ সালের পার্ক স্ট্রিট কাণ্ডের ছায়ায় তৈরি ছবি। কিন্তু, সেন্সর বোর্ডের আপত্তিতে সেই ছবির মুক্তিই আপাতত হিমঘরে। পরিচালক, প্রযোজকের আশঙ্কা, শাসকদলের নির্দেশেই আটকে দেওয়া হয়েছে ছবি।

Updated By: Mar 7, 2014, 07:56 PM IST

সিনেমার নাম পার্ক স্ট্রিট। ২০১২ সালের পার্ক স্ট্রিট কাণ্ডের ছায়ায় তৈরি ছবি। কিন্তু, সেন্সর বোর্ডের আপত্তিতে সেই ছবির মুক্তিই আপাতত হিমঘরে। পরিচালক, প্রযোজকের আশঙ্কা, শাসকদলের নির্দেশেই আটকে দেওয়া হয়েছে ছবি।

২০১২ সালের ৫ ফেব্রুয়ারি। পার্ক স্ট্রিটে নারকীয় নির্যাতনের শিকার হন সুজেট। এরপর থেকে বারবারই হেনস্থা আর অপমানের শিকার হতে হয়েছে সুজেটকে। কিন্তু, নিজের লড়াই থেকে সরে আসেননি তিনি। ৫ ফেব্রুয়ারি নির্যাতন আর তারপর নির্যাতিতার লড়াই। এই নিয়েই ছবি তৈরি করেছেন পরিচালক পার্থ মুখার্জি। কিন্তু, এখানেই আপত্তি সেন্সর বোর্ডের। আপত্তি ছবির বিষয়বস্তুতে। এমনকী, আপত্তি নামেও।

চব্বিশে ফেব্রুয়ারি প্রযোজক, পরিচালককে ডেকে পাঠায় সেন্সর বোর্ড। আর সেদিন প্রথম ধাপেই ধাক্কা। সেন্সর বোর্ডের কলমের খোঁচায় আটকে গিয়েছে পার্ক স্ট্রিট ছবির পোস্টার। পরিচালক থেকে প্রযোজক উদ্বেগে সকলেই। তাঁদের আশঙ্কা পরবর্তী ধাপগুলিতেও একইভাবে কোপ পড়তে পারে তাদের এই ছবিতে। শাসকদলের অঙ্গুলিহেলনেই ছবির ভবিষ্যত বিশ বাঁও জলে বলে আশঙ্কা করছেন তারা।

.