এক থা টাইগার মুক্তির ব্যাপারে আশাবাদী পাকিস্তান
নতুন করে ফের বিতর্কে জড়িয়ে পড়ল `এক থা টাইগার`। সলমনের আগামী ছবি মুক্তির আগেই পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে এই ছবি `পাকিস্তান-বিরোধী` বার্তা দিচ্ছে দর্শকদের। তবে ছবির মুক্তির ব্যাপারে যথেষ্ট আশাবাদী প্রযোজক। পাকিস্তানের সেন্সর বোর্ডের কর্তারা ছবির ট্রেলার দেখে প্রিন্ট পাঠানোর অনুমতিও দিয়েছেন।
নতুন করে ফের বিতর্কে জড়িয়ে পড়ল `এক থা টাইগার`। সলমনের আগামী ছবি মুক্তির আগেই পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে এই ছবি `পাকিস্তান-বিরোধী` বার্তা দিচ্ছে দর্শকদের। তবে ছবির মুক্তির ব্যাপারে যথেষ্ট আশাবাদী প্রযোজক। পাকিস্তানের সেন্সর বোর্ডের কর্তারা ছবির ট্রেলার দেখে প্রিন্ট পাঠানোর অনুমতিও দিয়েছেন।
সুত্রে খবর, সিবিএফসি-র সহকারী চেয়ারম্যান মহম্মদ আশরাফ গোন্ডাল জানিয়েছেন সেন্সর বোর্ডের কর্তারা ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখেছেন। তবে তাঁদের মধ্যে ছবিটি নিয়ে কয়েকটি বিষয়ে মত পার্থক্য রয়েছে। তবে গোন্ডালের আশা সিবিএফসি-র চেয়ারম্যান শাহনাওয়াজ নুন খুব তাড়াতাড়ি পুরো ছবি দেখার অনুমতি দেবেন। অন্যদিকে এক থা টাইগার-এর পাকিস্তানের ডিস্ট্রিবিউটর শেখ আমজাদ রসিদ আইএমজিসি গ্লোবাল এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে জানিয়েছেন, ১২ অগাস্টের মধ্যে তাঁরা ছবির প্রিন্ট চেয়ে পাঠিয়েছেন। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে `এক থা টাইগার`-এর পাকিস্তানে মুক্তির বিষয়ে। তবে তাঁর আশা ইদের মধ্যে পাকিস্তানের দর্শকরা `এক থা টাইগার` দেখতে পাবেন।
পাকিস্তানে সলমনের খ্যাতি বরাররই তুঙ্গে। ফলে ইদের দিন ছবি মুক্তি পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি পরিচালক কবীর খান। তিনি জানিয়েছেন, "ছবিতে এমন কোন দৃশ্য নেই যাতে পাকিস্তান সরকার এই ছবির মুক্তিতে বাধা দিতে পারে"।