পদ্মাবতীর 'ঘুমর' গানে দীপিকার লেহেঙ্গা ও গয়নার ওজন কত জানেন?
নিজস্ব প্রতিবেদন: সঞ্জয়লীলা বনশালির 'পদ্মাবতী'- শ্যুটিং শুরু থেকেই চর্চায় রয়েছে। সম্প্রতি, মুক্তি পেয়েছে 'পদ্মাবতী'-র প্রথম গান 'ঘুমর'। যেখানে দীপিকার নাচ সকলকেই মুগ্ধ করেছে। 'ঘুমর' গানটি একটি লোকগীতি যেটার সঙ্গে বিয়ের পর প্রথমবার কনের পোশাকে পদ্মিনী (দীপিকা পাড়ুকন) তাঁর শাশুড়ি মা অর্থাৎ রানির সামনে নেচেছেন।
তবে যে পোশাক পরে দীপিকা 'ঘুমর' গানে নেচেছেন সেটা নেহাতই সহজ ছিল না।
সিনেমায় দীপিকা যে লেহেঙ্গা এবং গয়না পরেছেন তার ওজন কত জানেন?
দীপিকার লেহেঙ্গার ওজন নাকি ৩০ কেজি। পোশাকটি ডিজাইন করেছেন রিম্পল নারুলা। যার দাম নাকি ২০ লক্ষ টাকা। আর এত ভারী লেহেঙ্গা পরেই অনায়াসে টানা ১২-১৪ ঘণ্টা শ্যুটিং করেছেন দিপ্পি। 'ঘুমর' গানের সঙ্গে নেচেছেন। তবে শুধু লেহেঙ্গাই নয়, দীপিকার পরনে ছিল ৩ কিলো ওজনের অলঙ্কার। যেটা তনিশক্-এর ডিজাইন করা। যার মধ্যে রয়েছে রাজপুতদের ট্রাডিশনাল চোকার, নথ, বালা, বাজুবন্ধ এবং নুপূর। আর এতকিছু পরেই অবলীলায় নেচেছেন দিপ্পি।
শোনা যাচ্ছে, দীপিকার এই গয়না নাকি ২০০ জন কারিগর ৬০০ দিন ধরে বানিয়েছেন। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।
200 craftsmen spend 600 days molding 400 kgs of gold. Here's how the magnificent jewelry of #Padmavati was made - https://t.co/bgVNp0uaef
— Padmavati (@FilmPadmavati) October 12, 2017
তবে অবশ্য এবারই প্রথম নয়, এর আগে বনশালির 'রামলীলা' সিনেমাতেও ভারী পোশাক পরেছিলেন দীপ্পি, তবে সেটা খুবই অল্প সময়ের জন্য।
আরও পড়ুন- মাথা ভর্তি উকুন! ধিনচ্যাক পূজা কালকুঠুরিতে যাক, চান বিগ বসের সদস্যরা