'তবু মনে রেখো', অস্কারের মঞ্চে শ্রীদেবী-শশী স্মরণ

৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চেও উঠে এল সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নাম। পাশাপাশি স্মরণ করা হল প্রয়াত অভিনেতা, প্রযোজক  শশী কাপুরকেও। এই দুই অভিনেতাকে স্মরণ করার পরই সোমবার ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার প্রদান অনুষ্ঠান।

Updated By: Mar 5, 2018, 11:27 AM IST
'তবু মনে রেখো', অস্কারের মঞ্চে শ্রীদেবী-শশী স্মরণ

নিজস্ব প্রতিবেদন : ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চেও উঠে এল সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নাম। পাশাপাশি স্মরণ করা হল প্রয়াত অভিনেতা, প্রযোজক  শশী কাপুরকেও। এই দুই অভিনেতাকে স্মরণ করার পরই ভারতী সময় সোমবার ভোর রাতে ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার প্রদান অনুষ্ঠান।

গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন বলিউড সুপারস্টার শ্রীদেবী, আর শশী কাপুর প্রয়াত হয় গত বছর ৪ ডিসেম্বর। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই দুই অভিনেতা-অভিনেত্রীর অবদানই অনস্বীকার্য। এই দুই কিংবদন্তি তারকাকে স্মরণ করল হলিউডের বৃহত্তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রয়াত এই দুই তারকাকে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে এই সম্মান প্রদর্শন করায় খুশি অনেক বলি তারকাই।

.