মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার ভোট দিতে এলেন Nusrat, কিন্তু কেন?

'যেখানেই যাই, দিদির জন্য ভালবাসা দেখতে পাই', জানালেন বসিরহাটের তৃণমূল সাংসদ।

Updated By: Apr 26, 2021, 12:50 PM IST
মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার ভোট দিতে এলেন Nusrat, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদন- সোমবার সপ্তম দফার ভোটপর্ব চলছে রাজ্যের ৫ জেলার ৩৪ আসনে। সকাল সকালই মা-বাবাকে নিয়ে নির্দিষ্ট বুথে হাজির হন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। কিন্তু এসেই বিপত্তি। ভোটার আই কার্ড আনতে ভুলে গেছেন অভিনেতা-সাংসদ। বাড়ি ফিরে গিয়ে ভোটার কার্ড নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে আসেন তিনি। পরে ছবি শেয়ার করেন নেটমাধ্যমে। টুইটারে সংবাদসংস্থা ANI-এর ছবি শেয়ার করে লেখেন, ‘দেশের গণতন্ত্র বাঁচাতে ভোট দিন। ঘাসফুলে ছাপ দিন। তৃণমূলকে ভোট দিন’।

 

আরও পড়ুন: ‘বাংলা হারতে পারে না, ভোট দিয়ে আসুন’, আবেদন করলেন Dev

 

সোমবার সকাল গোলাপি রঙা সালোয়ার-কামিজ, ওড়নায় নির্বাচনী কেন্দ্রে আসেন সাংসদ। মুখেও ছিল গোলাপি রঙের মাস্ক। ভোট দেওয়ার চিহ্ন হিসেবে আঙুলে কালির দাগের ছবি দেখান সাংবাদিকদের। বলেন, ‘বাংলার মুখ একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আমি যেখানেই যাই, দিদির জন্য ভালবাসা দেখতে পাই। কোভিড পরিস্থিতিতে ভার্চুয়াল জনসভা খুবই উপযোগী সিদ্ধান্ত’। চলতি বিধানসভা নির্বাচনে দলের জয় নিয়ে নিশ্চিত তারকা।

.