প্রীতির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

প্রীতি জিন্টার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্ধেরির স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ১৮ লক্ষ টাকার চেক বাউন্স করায় প্রীতি জিন্টার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন চিত্রনাট্যকার আব্বাস টাইরেওয়ালা।

Updated By: Sep 12, 2013, 09:51 PM IST

প্রীতি জিন্টার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্ধেরির স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ১৮ লক্ষ টাকার চেক বাউন্স করায় প্রীতি জিন্টার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন চিত্রনাট্যকার আব্বাস টাইরেওয়ালা।
এর আগে ৪ বার প্রীতিকে আদালতে হাজিরা দিতে বলা হলেও একবারও যাননি প্রীতি। তারপরই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে আদালত। প্রীতির আইনজীবী জানিয়েছেন, "দেশে না থাকার কারণে আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। এরপর আমরা হয় আদালতে যাব পরোয়ানা খারিজ করাতে বা বম্বে হাই কোর্টের কাছে আবেদন করব।"
এর আগে আদালতে হাজিরা না দেওয়ার কারণে প্রীতিকে ৫০০০ টাকা জরিমানা দিতে হয়।

.