'ডন-৩' তে প্রিয়াঙ্কা উধাও, শাহরুখ ভিলেন
'ডন-৩' তে প্রযোজক রীতেশ সিদ্ধানি নিয়ে আসতে চলেছেন এক চমক। 'ডনে'র এই সিক্যুয়েলে সম্ভবত দেখা মিলবে না প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু ভিলেন রূপে দেখা যাবে কিং খানকে।
Updated By: Oct 15, 2015, 09:59 AM IST
ওয়েব ডেস্ক: 'ডন-৩' তে প্রযোজক রীতেশ সিদ্ধানি নিয়ে আসতে চলেছেন এক চমক। 'ডনে'র এই সিক্যুয়েলে সম্ভবত দেখা মিলবে না প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু ভিলেন রূপে দেখা যাবে কিং খানকে।
২০০৬ সালে বিগ বির 'ডনে'র রিমেক করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন বলিউড বাদশা। এরপর 'ডন-২' তেও বেশ সাবলীল ছিলেন তিনি। এই দুটি ছবিতেই প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাওয়া গেলেও, এই বার হয়ত দেখা মিলবে না কোয়ান্টিকো খ্যাত অ্যালেক্সের।
ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার। এর পাশাপাশি শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং ফারহান ও সিদ্ধানির এক্সেল এন্টারটেনমেন্ট একসঙ্গে প্রযোজনা করবে 'ডনে'র এই সিক্যুয়েলের।