দর্শকদের কৌতুহল, উত্তেজনা বাড়িয়ে সামনে এল কবীর সিং-এর নতুন পোস্টার

শাহিদ কাপুরের সঙ্গে গভীর চুম্বনরত অবস্থায় ধরা পড়লেন কিয়ারা আডবানী। কি চমকে গেলেন তো? এটাই 'কবীর সিং'-এর নতুন পোস্টার। ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলগু ছবি 'অর্জুন রেড্ডী'-র হিন্দি রিমেক এটি। 'অর্জুন রেড্ডী'-র পোস্টারেও একই রকম ভাবে দেখা গেছিল ছবির অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও শালিনী পান্ডেকে। এক নজরে দেখুন 'কবীর সিং'-এর নতুন পোস্টার -

Updated By: Jun 5, 2019, 12:39 PM IST
দর্শকদের কৌতুহল, উত্তেজনা বাড়িয়ে সামনে এল কবীর সিং-এর নতুন পোস্টার

নিজস্ব প্রতিবেদন: শাহিদ কাপুরের সঙ্গে গভীর চুম্বনরত অবস্থায় ধরা পড়লেন কিয়ারা আডবানী। কি চমকে গেলেন তো? এটাই 'কবীর সিং'-এর নতুন পোস্টার। ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলগু ছবি 'অর্জুন রেড্ডী'-র হিন্দি রিমেক এটি। 'অর্জুন রেড্ডী'-র পোস্টারেও একই রকম ভাবে দেখা গেছিল ছবির অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও শালিনী পান্ডেকে। এক নজরে দেখুন 'কবীর সিং'-এর নতুন পোস্টার -

দুটি ছবিরই পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গা। প্রসঙ্গত, 'অর্জুন রেড্ডী' ছবিটি পরিচালকের জন্য একটি বিশেষ ছবি ছিল। কারণ, ছবির শুটিং চলাকালীন সন্দীপ বাবা হন। ছেলের নামও রাখেন ছবির নামেই।

আরও পড়ুন: ইফতার পার্টিতে হবু বৌদির পোশাক 'না পসন্দ' সলমনের বোন অর্পিতার
বক্স অফিসেও 'অর্জুন রেড্ডী' বেশ সাফল্য পেয়েছিল। ইতিমধ্যে মুক্তি পেয়েছে 'কবীর সিং'-এর ট্রেলারও। ছবির ট্রেলারটিও অনেকের প্রশংসা কুড়িয়েছে। অনেকে আবার 'অর্জুন রেড্ডী'-র সঙ্গে এ ছবিটির তুলনাও করতে শুরু করেছেন। দুটি ছবির বিষয়ে তুলনা করতে গিয়ে ছবির পরিচালক সন্দীপ বলেছেন, "এই ছবিতে চ্যালেঞ্জ ছিল একজন পাঞ্জাবী ছেলেকে দেখানো যার জন্ম এবং বড় হওয়া মুম্বাইতে। সে দিল্লী যায় মেডিসিন নিয়ে পড়তে। এখানে তাঁর ভাষাটা শুধরে নেওয়ার প্রয়োজন ছিল। যে ভাবে 'অর্জুন রেড্ডী' 'কবীর সিং'এ রূপান্তরিত হয়েছে সেটা সত্যিই ভাল।" 'কবীর সিং' মুক্তি পাবে ২১ জুন। এ বার একেবারে অন্য ভূমিকায় শাহিদকে দেখার অপেক্ষায় দিন গুনছেন তাঁর গুণমুগ্ধ ভক্তরা। 

.