Jai Bhim: তামিল ছবিতে হিন্দিভাষীদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ প্রকাশ রাজের বিরুদ্ধে
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবি
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতা প্রকাশ রাজের ছবি 'জয় ভীম'র (Jai Bhim) একটি ক্লিপ। সেই ক্লিপ থেকেই শুরু হয়েছে বিতর্ক। ছবির মাধ্যমে হিন্দিভাষীদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন অভিনেতা, এমনটাই অভিযোগ নেটিজেনদের (Netizen)। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) মুক্তি পেয়েছে 'জয় ভীম'। ছবির তেলুগু (Telugu) ও তামিল (Tamil) ভার্সানে একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে এক ব্যক্তি হিন্দিতে কথা বলার জন্য তাঁকে চড় মারেন প্রকাশ রাজ (Prakash Raj এবং তাঁকে হিন্দিতে নয়, তামিলে কথা বলার নির্দেশ দেন ঐ ব্যক্তিকে।
Prakash Raj with his propaganda in the movie ‘Jay Bhim’ where he slaps a person who speaks in Hindi. pic.twitter.com/1SwPVssbK7
— Amit Kumar (@AMIT_GUJJU) November 2, 2021
হিন্দিতে কথা বলার জন্য 'জয় ভীম' ছবির তামিল ভার্সানে এক ব্যক্তিকে প্রকাশ রাজ বলেন,'তামিলে কথা বল'। কিন্তু এই ছবি যখন হিন্দিতে ডাবিং করা হয়, সেখানে বদলে ফেলা হয় ছবির সংলাপ। সেখানে দেখা যায়, ছবির ঐ চরিত্রকে চড় মেরে প্রকাশ রাজ বলেন, 'সত্যি কথা বল'। অভিনেতার এই দুই ভিডিওই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা। হিন্দিভাষীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন অভিনেতা, এমনটাই অভিযোগ বেশ কিছু নেটিজেনের। এক নেটিজেন এই বিষয়ের পরিপ্রেক্ষিতে লেখেন, 'ভারতে হিন্দু হওয়া ও হিন্দি ভাষায় কথা বলা অপরাধ।'
It's a crime to be a Hindu or to speak Hindi in Hindustan.
— Mohan Bisht (@MohanBi53465294) November 2, 2021
অন্য এক নেটিজেন লেখেন, এই সংলাপ তামিলনাড়ুতে বসবাসকারী হিন্দিভাষীদের জন্য একধরনের হুমকি। পাশাপাশি তিনি অভিযোগ জানান যে শুধুমাত্র হিন্দিভাষীদের প্রতি বিদ্বেষ দেখানোর জন্যই ইচ্ছে করে দেখানো হয়েছে যে তামিলনাড়ুর এক অফিসে তামিলে নয় হিন্দিতে কথা বলছেন কোনও ব্যক্তি।
কেউ লিখেছেন,'টাকার জন্য নির্লজ্জভাবে হিন্দি ছবিতে অভিনয় করেন সে।'
মুম্বইয়ে থাকলে কি মারাঠিতে কথা বলেন প্রকাশ রাজ, প্রশ্ন তুলেছেন এক নেটিজেন।
@mnsadhikrut @MNSAmeyaKhopkar Please can we also ensure this Prakash Raj speaks only in Marathi when he comes to Mumbai?
— Rakesh Patil (@PatilRakesh85) November 2, 2021
ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই জনপ্রিয় জয় ভীম। ১৯৯০ সালে তামিলনাড়ুতে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। যেখানে একজন আদিবাসী মহিলার ন্যায়ের জন্য লড়াই করেন এক উকিল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)