সুশান্ত সিং রাজপুতের মৃত্যু : রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল NCB
এনসিবির হেফাজতে নওয়া হল রিয়া চক্রবর্তীকে
নিজস্ব প্রতিবেদন : অবশেষে গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীকে। জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে সুশান্তের বিশেষ বান্ধবীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮১ দিন পর গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীকে। NDPS আইনের ৬৭ নম্বর ধারায় রিয়া চক্রবর্তী তাঁর দোষ কবুল করেছেন বলে খবর।
জানা যাচ্ছে, গ্রেফতারির পরই রিয়া চক্রর্তীর মেডিকেল টেস্ট করানো হবে। যার জন্য রিয়ার রক্ত এবং চুলের নমুনা সংগ্রহ করা হবে। গ্রেফতারির পর অর্থাত বুধবার সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডার সঙ্গেই রিয়াকে আদালতে তোলা হবে।
শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ রিয়া চক্রবর্তীর বাড়ি এবং স্যামুয়েল মিরান্ডার বাড়িতে তল্লাসি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওইদিনই প্রথমে স্যামুয়েল মিরান্ডা এবং পরে সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে গ্রেফতারির ২ দিন পর অবশেষে মঙ্গলবার গ্রেফতার করা হল অভিনেত্রীকে।
রিয়ার গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়া জুড়ে টুইট শুরু করেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যরা। সত্যমেব জয়তে বলে টুইট করতে শুরু করেন সুশান্তের অনুগামীরা।