#উৎসব: দীপাবলির উপহার, নচিকেতার গাওয়া প্রথম শ্যামাসংগীত, দেখুন ভিডিও
ইউটিউবে মুক্তি পায় এই শ্যামাসংগীত
নিজস্ব প্রতিবেদন: জীবনমুখী গান গেয়ে বাংলা আধুনিক গানকে নতুন পথের দিশা দিয়েছিলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। তাঁর জনপ্রিয় গানের তালিকা বেশ দীর্ঘ। তবে শুধুমাত্র জীবনমুখী গান নয়, গজলেও তাঁর দখল অন্য যেকোনও সংগীতশিল্পীর কাছে ঈর্ষনীয়। এবার দীপাবলির আগে আবারও তাঁর শ্রোতাদের জন্য় নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। এই প্রথম রেকর্ড করলেন শ্যামা সংগীত। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই গান।
গানের নাম ‘তোকে শ্যামা’। গানের কথা লিখেছেন, গোবিন্দ প্রামাণিক, সুর রাজকুমার রায়ের। দুর্গাপুজোর আগেই গানটি রেকর্ড করেছিলেন তিনি। কালীপুজোর ঠিক আগে আগে সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন নচিকেতা। এটাই এই দীপাবলিতে তাঁর তরফ থেকে অনুরাগীদের জন্য উপহার।
আরও পড়ুন: Happy Birthday SRK: প্রথম সাক্ষাতে শাহরুখকে দেখে চটেছিলেন জুহি, কাজল কিন্তু কেন?
সোমবার গান প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে নচিকেতা জানান, এই গান নিয়ে এক্সাইটেড তিনি। শ্রোতারা বরাবরই ভালোবেসে এসেছে তাঁকে, এই গানও তাঁরা পছন্দ করবে বলেই আশাবাদী তিনি। সোমবার গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী, দেবজ্যোতি বোস।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)