Filmfare Awards Bangla 2022: সেরা অভিনেতা মিঠুন, অভিনেত্রী স্বস্তিকা-শুভশ্রী, কার কার হাতে উঠল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড?
Filmfare Awards Bangla 2022: শুক্রবার সন্ধেতে শহরের এক সাত তারা হোটেলে বসেছিল চাঁদের হাট। নাচে গানে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান। এবছর জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয় পরিচালক অভিনেত্রী অপর্ণা সেনকে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন বিভাগে কে কে হলেন সেরার সেরা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমার জগতকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় অ্যাওয়ার্ড সেরেমনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল এবছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার আসর। প্রায় গোটা টলিউডই উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। রেড কার্পেটে মেটালিক পোশাকে নজর কাড়েন মনামী ঘোষ, শাড়িতে নজরকাড়া ছিলেন নুসরত-স্বস্তিকা, আবার ওয়েস্টার্ন গাউনে তাক লাগালেন শুভশ্রী। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা ও শ্রাবন্তী। কার কার হাতে উঠল ব্ল্যাক লেডি?
শুক্রবার সন্ধেতে শহরের এক সাত তারা হোটেলে বসেছিল চাঁদের হাট। নাচে গানে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান। এবছর জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয় পরিচালক অভিনেত্রী অপর্ণা সেনকে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পরিচালক সুমন ঘোষ, অনিরুদ্ধ রায়চৌধুরী। যুগ্মভাবে সেরা ছবির পুরস্কার পায় অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ ও প্রসূন চট্টোপাধ্যায়ের ‘দোস্তজী’।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন বিভাগে কে কে হলেন সেরার সেরা...
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
অপর্ণা সেন (অভিনেত্রী ও পরিচালক)
সেরা ছবি
বল্লভপুরের রূপকথা
দোস্তজী
সেরা পরিচালক
প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)
সেরা অভিনেতা
মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)
সেরা অভিনেত্রী
স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)
সেরা সহ-অভিনেতা
শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)
সেরা সহ-অভিনেত্রী
মমতা শঙ্কর (প্রজাপতি)
আরও পড়ুন- Durnibar Saha Wedding: দ্বিতীয়বার বিয়ে করে ট্রোলের মুখে দুর্নিবার, কটাক্ষের জবাব দিলেন গায়ক...
সেরা ছবি (ক্রিটিক)
আ হোলি কনস্পিরেসি
অভিযান
সেরা অভিনেতা (ক্রিটিক)
যিশু সেনগুপ্ত (অভিযান)
সেরা অভিনেত্রী (ক্রিটিক)
শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন)
গার্গী রায়চৌধুরী (মহানন্দা)
সেরা নবাগত পরিচালক
ঈশান ঘোষ (ঝিল্লি)
কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
সেরা নবাগত অভিনেতা
অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)
সেরা নবাগত অভিনেত্রী
শ্রুতি দাস (এক্স = প্রেম)
পিয়ালি সামন্ত (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
সেরা মৌলিক গল্প
কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
সেরা চিত্রনাট্য
প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)
সেরা সংলাপ
প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)
সেরা এডিটর
অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)
সেরা সিনেমাটোগ্রাফি
ইশান ঘোষ (ঝিল্লি)
তুহিন বিশ্বাস (দোস্তজী)
সেরা আবহ সঙ্গীত
বিক্রম ঘোষ (মহানন্দা)
সেরা গায়ক
অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)
সেরা গায়িকা
কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)
সেরা গীতিকার
অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)
সেরা মিউজিক অ্যালবাম
ইন্দ্রদীপ দাশগুপ্ত (বিসমিল্লাহ)
সেরা সাউন্ড ডিজাইন
তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)
সেরা পোশাক ডিজাইন
সুচিস্মিতা দাশগুপ্ত (অপরাজিত)
সেরা প্রোডাকশন ডিজাইন
সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)