ঘূর্ণিঝড় ইয়াস ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে মিমি
ইয়াসের পরেও পৌঁছে গিয়েছেন তিনি। শুনেছেন তাঁদের সমস্যার কথা। সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: আমপানের মতো ইয়াসের পরেও নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে দলের কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন মিমি। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করলেন অভিনেত্রী।
টুইটারে মিমি আশ্বাস দিয়েছেন, এই দূর্যোগের পর তিনি এবং তাঁর দল মানুষের পাশে আছে। নিজের এলাকার মানুষদের সঙ্গে দেখা করেছেন যাদবপুরের সাংসদ। টুইটারে সেই ছবিও শেয়ার করেছেন মিমি। মানুষের খাওয়াদাওয়ার ব্যবস্থাও করেছেন সাংসদ অভিনেত্রী। মিমির এই কাজে অনেকেই প্রশংসা করেছেন।
তিনি বলেন, 'ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা ... এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি'।
ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা ... এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি #PrayForBengal #YaasCyclone pic.twitter.com/bbU7RG3Wrs
— Mimssi (@mimichakraborty) May 27, 2021
আমপানের সময় দেখা গিয়েছিল দক্ষিণ ২৪ পরগণার একাধিক এলাকা ভাঙড়, বারুইপুর, সোনারপুরে ঘুরে বেরিয়ে ছিলেন। ইয়াসের পরেও পৌঁছে গিয়েছেন তিনি। শুনেছেন তাঁদের সমস্যার কথা। সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।