অন্যের বাগান থেকে ফল পেড়ে খাচ্ছেন মিমি! ভাইরাল ভিডিয়ো

 ডেস্টিনেশন ওয়েডিংয়ে গিয়ে বেশ আনন্দ, মজা করে সময় কাটাতে দেখা গেছে মিমিকে।

Updated By: Jun 25, 2019, 12:24 PM IST
অন্যের বাগান থেকে ফল পেড়ে খাচ্ছেন মিমি! ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই প্রিয় বান্ধবী নুসরতের বিয়েতে যোগ দিতে তুরস্কে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। বন্ধুর ডেস্টিনেশন ওয়েডিংয়ে গিয়ে বেশ আনন্দ, মজা করে সময় কাটাতে দেখা গেছে মিমিকে।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একটি বিশেষ ভিডিয়ো যেখানে দেখা গেছে বেড়াতে বেরিয়ে তুরস্কের স্থানীয় কোনও এক চাষীর বাগানে ঢুকে পড়েছেন মিমি। চুপি চুপি বাগান থেকে প্লাম ফল চুরি করে খেতে দেখা গেছে সাংসদ অভিনেত্রীকে। ফলটি যে বেশ সুস্বাদু তা স্বীকার করেছেন মিমি।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে কেঁদে ফেললেন অমিতাভ বচ্চন

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রিয় বান্ধবী নুসরতের মেহেন্দি, সঙ্গীত থেকে বিয়ে, ইয়র্ট পার্টি সবক্ষেত্রেই জমিয়ে মজা করতে দেখা গেছে সাংসদ অভিনেত্রীকে। সঙ্গীত-এর অনুষ্ঠানে জমিয়ে নাচতেও দেখা গেছে মিমিকে। বিয়ের অনুষ্ঠানে প্রতিটা মুহূর্তে নুসরতের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই সব ছবিও।

আরও পড়ুন-আবিরের সঙ্গে লড়াইয়ে জড়ালেন যীশু সেনগুপ্ত

প্রসঙ্গত বিদেশের মাটিতে বন্ধুর বিয়ে কাটিয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছেন মিমি চক্রবর্তী। ২৫ জুন মঙ্গলবার সংসদে যাদবপুরের নব-নির্বাচিত সাংসদ হিসাবে শপথও নিয়েছেন মিমি চক্রবর্তী। 

আরও পড়ুন-মাথায় চওড়া সিঁদুর, হাতে চূড়া, নিখিলের হাত ধরেই কলকাতায় ফিরলেন নুসরত

.