Mia Khalifa:মিয়া খালিফা প্রয়াত! মৃত্যু ঘিরে রহস্যের মাঝেই সামনে এল নয়া তথ্য
মিয়ার মৃত্যুর খবর শুনে একাধারে শোকাহত ও বিভ্রান্ত তাঁর ফ্যানেরা
নিজস্ব প্রতিবেদন: জনপ্রিয় পর্নস্টার মিয়া খালিফার (Mia Khalifa) প্রয়াণের খবর শুনে একদিকে শোকাহত তাঁর ফ্যানেরা অন্যদিকে আদৌ তিনি মৃত কিনা এ বিষয়ে বিভ্রান্ত তাঁরা। মিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ বদলে গেছে মেমোরিয়ালে। সেই প্রোফাইলে লেখা রয়েছে, 'আমরা আশা করি যাঁরা মিয়া খালিফাকে ভালোবাসতেন তাঁরা ওঁর স্মৃতিতে এই প্রোফাইল দেখতে পারেন ও তাঁর জীবন সেলিব্রেট করতে পারেন'। এই বার্তা দেখেই বিভ্রান্ত হয়ে পড়ে তাঁর ফ্যানেরা। সবাই খোঁজ করতে শুরু করেন যে আদৌ কি মৃত মিয়া নাকি কোনও ভুল বোঝাবুঝি হয়েছে।
এমনকি মিয়ার ফেসবুক প্রোফাইলে ক্লিক করলে কোনও পোস্ট দেখাচ্ছে না। এমনকি টাইমলাইনে চোখ রাখলে দেখা যাচ্ছে একটাই পোস্ট। নেটিজেনদের অনেকেরই মত, হয়তো অ্যাকটিভ না থাকার কারণেই মিয়ার প্রোফাইলটি মেমোরিয়াল বানিয়ে দিয়েছে ফেসবুক। তবে এইসব ধোঁয়াশা পরিষ্কার করলেন মিয়া নিজেই। নিজেকে নিয়ে একটি মিম শেয়ার করে মিয়া জানান দেন যে, এখনও জীবিত তিনি। ১৯৭৫ সালের ছবি মন্টি পাইথন অ্যান্ড হলি গ্রেল ছবির একটি স্টিল শেয়ার করেন তিনি, যেখানে লেখা 'আমি এখনও জীবিত, আমি ভালো আছি'।
— Mia K. (@miakhalifa) January 30, 2022
আরও পড়ুন: Pori Moni: জয়া আহসান, অপু বিশ্বাসকে পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে পরীমণি
যদিও এখনও এটা পরিষ্কার নয় যে, কী কারণে মিয়ার প্রোফাইলকে মেমোরিয়ালে পরিণত করল ফেসবুক। অনেক নেটিজেনদের মতে, হয়তো এই অ্যাডাল্ট স্টারের প্রোফাইলটি হ্যাক হয়েছে কিংবা হয়তো তারকা প্র্যাঙ্ক করেছেন। ২০২০ সালেও একবার এভাবেই ভাইরাল হয়েছিল মিয়ার মৃত্যুর খবর। তখন সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল এই খবরে, যে আত্মহত্যা করেছেন তিনি। পরবর্তীকালে তিনি নিজেই বার্তা দিয়েছিলেন যে এটি গুজব।