সেনা দিবসে ভারতীয় সেনা বাহিনীকে সম্মান, টিম 'উরি'-র করল এক অনন্য কাজ
হাজির হন বিকি কৌশলরা
নিজস্ব প্রতিবেদন : ট্রেলর মুক্তির পর থেকেই 'উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়তে শুরু করে। মুক্তির পরও পরিচালক আদিত্য ধরের এই সিনেমা যেন দর্শকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল। ইতিমধ্যেই বিকি কৌশল, ইয়ামি গৌতম অভিনীত এই সিনেমা প্রায় ৫০ কোটির ব্যবসা করেছে। সেই কারণে সফল সিনেমা সাফল্যের পর এবার এক অনন্য কাজ করলেন 'উরি'-র নির্মাতারা।
আরও পড়ুন : হঠাত অসুস্থ জনপ্রিয় অভিনেতা, হল তড়িঘড়ি অস্ত্রোপচার
রিপোর্টে প্রকাশ, 'উরি'-র নির্মাতারা এবার সম্মান জানালেন ভারতীয় সেনা বাহিনীকে। সিনেমার প্রযোজনা সংস্থার তরফে ১ কোটির অনুদান দেওয়া হল ভারতীয় সেনার তহবিলে। শহিদ সেনা জওয়ানদের স্ত্রী-দের জন্যই ওই অর্থ সেনা খাতে জমা করা হয়েছে বলে খবর।
সেনা দিবসে দিল্লির এক অনুষ্ঠানে হাজির হন বিকি কৌশল, পরেশ রাওয়ালসহ 'উরি'-র কলাকুশলীরা। আর সেখানেই শহিদ সেনা জওয়ানদের স্ত্রী-দের উদ্দেশেই ওই অর্থ দান করা হয় ভারতীয় সেনার তহবিলে।